কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

নতুন চ্যাম্পিয়ন বৈশাখী টিভি এবং রানার্সআপ চ্যানেল আই

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ , ০৫:০৩ পিএম


নতুন চ্যাম্পিয়ন বৈশাখী টিভি এবং রানার্সআপ চ্যানেল আই
ছবি- সংগৃহীত

পর্দা নেমেছে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। যেখানে শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যানেল আইকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে বৈশাখী টেলিভিশন। চ্যাম্পিয়ন হয়ে ৩০ হাজার টাকা জিতে নিয়েছে বৈশাখী টিভি। রানার্সআপ দল চ্যানেল আই জিতেছে ১৫ হাজার টাকা পুরস্কার।

বিজ্ঞাপন

ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বৈশাখী টিভি টাইব্রেকারে (৪-২ গোলে) চ্যানেল আইকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা নিজেদের করে নেয়। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন বৈশাখীর রাকিব। 

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কোম্পানি স্কয়ার টয়লেট্রিজের হেড অফ মাকেটিং ড. জেসমিন জামান। আরো উপস্থিত বাংলাদেশ স্পোর্টস জানালিস্টস এসোসিয়েশনের সভাপতি এ টি এম সাঈদুজ্জামান, সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি, সদস্য সচিব মো. রবিউল ইসলাম ও যুগ্ম সম্পাদক এস এম সুমন।

বিজ্ঞাপন

ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মোহাম্মদ আসলাম নিজের শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘সাংবাদিকদের এই টুর্নামেন্ট অনেক আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তারা শুধু ভাল লিখতেই পারেনা, ভাল খেলতেও পারে।’

বিশেষ অতিথি, ড. জেসমিন জামান তার বক্তব্যে বলেন, ‘স্কয়ার যেকোনো নতুন আয়োজনের সাথে সবসময় থাকে। সাংবাদিকতার মত এমন চ্যালেঞ্জিং পেশায় যারা থাকেন তাদের পাশে থাকতে পেরে আনন্দিত স্কয়ার। বিএসজেএ’র পাশে আমরা ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।’

বাংলাদেশ স্পোর্টস জানালিস্টস এসোসিয়েশনের সভাপতি এটি এম সাঈদুজ্জামান স্কয়ার টয়লেট্রিজকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যে বলেন, ‘স্কয়ার পাশে ছিল বলেই আমরা এত চমৎকার আয়োজন শেষ করতে পেরেছি। এবারের টুর্নামেন্টের পরিসর বড় হয়েছে। ৩২টি দল অংশ নিয়েছে। এই বিরাট আয়োজনে স্কয়ার আমাদের পাশে ছিল। আমরা কৃতজ্ঞ।'

বিজ্ঞাপন

এর আগে ফাইনালের দিন সকালে প্রথম সেমিফাইনালে চ্যানেল আই ১-০ গোলের ব্যবধানে ডিবিসিকে পরাজিত করে ফাইনালে উঠে যায়। ম্যাচ সেরা হন আবদুল্লাহ আল নওফেল। অপর সেমিফাইনালে বৈশাখী টিভি ৩-০ গোলের বড় ব্যবধানে কালবেলাকে পরাজিত করে। ম্যাচ সেরা হন শাহ আলম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission