ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মারা গেলেন বিএসজেএ’র সাবেক সেক্রেটারি বুদ্ধদেব মুখার্জি 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ , ০৩:১১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আলাদা সংগঠন হচ্ছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন। পেশাদার ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনটির যাত্রা শুরু করে ১৯৭৭ সালে। তখন বিএসজেএ সাধারণ সম্পাদক ছিলেন বুদ্ধদেব মুখার্জি। যিনি ক্রীড়া ও সাংবাদিক অঙ্গনে বিডি মুখার্জি হিসেবে পরিচিত। সকলের প্রিয় বিডি দা আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

বার্ধক্যজনিত নানা কারণে বেশ কয়েক মাস ধরেই বুদ্ধদেব মুখার্জি অসুস্থ ছিলেন। এজন্য জাতীয় প্রেস ক্লাব কিংবা বিএসজেএতে যাতায়াত ছিল কম। বার্ধক্য ও নানা রোগে ভুগে আজ সকালে চিরবিদায় নিয়েছেন এই চিরকুমার। ঢাকায় সবুজবাগস্থ শ্মশানে তার দাহ হবে।  

সত্তর-আশির দশকে ইংরেজি দৈনিক অবজারভারে ক্রীড়া সাংবাদিকতা করেছেন। নব্বইয়ের দশকের পর সাংবাদিকতায় সক্রিয় ছিলেন না তেমন। এ সময় পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত হন। তবে মাঝে মধ্যে জাতীয় প্রেস ক্লাবে যাতায়াত করতেন নিয়মিত। বিডি মুখার্জির মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন শোক প্রকাশ করেছে। এ ছাড়া ব্যক্তিগতভাবে শোক জানিয়েছেন সিনিয়র সাংবাদিক এবং ক্রীড়া সাংবাদিকরা। 

বিজ্ঞাপন

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |