• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

মারা গেলেন বিএসজেএ’র সাবেক সেক্রেটারি বুদ্ধদেব মুখার্জি 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:১১
ছবি- সংগৃহীত

ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আলাদা সংগঠন হচ্ছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন। পেশাদার ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনটির যাত্রা শুরু করে ১৯৭৭ সালে। তখন বিএসজেএ সাধারণ সম্পাদক ছিলেন বুদ্ধদেব মুখার্জি। যিনি ক্রীড়া ও সাংবাদিক অঙ্গনে বিডি মুখার্জি হিসেবে পরিচিত। সকলের প্রিয় বিডি দা আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বার্ধক্যজনিত নানা কারণে বেশ কয়েক মাস ধরেই বুদ্ধদেব মুখার্জি অসুস্থ ছিলেন। এজন্য জাতীয় প্রেস ক্লাব কিংবা বিএসজেএতে যাতায়াত ছিল কম। বার্ধক্য ও নানা রোগে ভুগে আজ সকালে চিরবিদায় নিয়েছেন এই চিরকুমার। ঢাকায় সবুজবাগস্থ শ্মশানে তার দাহ হবে।

সত্তর-আশির দশকে ইংরেজি দৈনিক অবজারভারে ক্রীড়া সাংবাদিকতা করেছেন। নব্বইয়ের দশকের পর সাংবাদিকতায় সক্রিয় ছিলেন না তেমন। এ সময় পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত হন। তবে মাঝে মধ্যে জাতীয় প্রেস ক্লাবে যাতায়াত করতেন নিয়মিত। বিডি মুখার্জির মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন শোক প্রকাশ করেছে। এ ছাড়া ব্যক্তিগতভাবে শোক জানিয়েছেন সিনিয়র সাংবাদিক এবং ক্রীড়া সাংবাদিকরা।

আরটিভি/এমএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই: জামায়াত সেক্রেটারি
ডিবিসিসিআইয়ের নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত 
কুড়িগ্রাম কলেজ মাঠ পরিদর্শনে জামায়াত সেক্রেটারি
আসুন সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাই: জামায়াত সেক্রেটারি