ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দলে নতুন তিন মুখ, ফিরলেন রনি-শামীম

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ০১ মার্চ ২০২৩ , ১১:১৭ পিএম


loading/img

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াই করে হেরে গেছে বাংলাদেশ দল। এই পরাজয়ের কারণ নিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে যখন গণমাধ্যমকর্মীরা কাটাছেঁড়া নিয়ে ব্যস্ত, ঠিক তখনই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিজ্ঞাপন

আগামী ৯ মার্চ থেকে ইংলিশদের বিপক্ষে শুরু হতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত এই দলে ডাক পেয়েছেন নতুন তিন মুখ- তৌহিদ হৃদয়, রেজাউর রেজা ও তানভীর ইসলাম। এছাড়া লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন রনি তালুকদার ও শামীম পাটওয়ারী।  

সদ্য শেষ হওয়া বিপিএলে অসাধারণ পারফরম্যান্স করে সাত বছর পর বাংলাদেশ দলে ফিরলেন রংপুর রাইডার্সের হয়ে গেল বিপিএলে ১৩ ম্যাচে ৪২৫ রান করা এই ওপেনার। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রনি। 

বিজ্ঞাপন

তার সঙ্গে ফিরেছেন শামীম পাটোয়ারীও। ২০২১ সালে ১০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা শামীম সবশেষ ওই বছরের নভেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নামেন। এবার বিপিএলেও ১৩৫.৬৫ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেছেন তিনি।

অনাভিষিক্ত তৌহিদ হৃদয় ওয়ানডে সিরিজের দলেও রয়েছেন। বিপিএলে পাঁচ হাফসেঞ্চুরিসহ ৪০৩ রান করেছেন সিলেট স্ট্রাইকার্স ফ্রাঞ্চাইজির হয়ে খেলা এই ব্যাটার। সিলেটেরই আরেক ক্রিকেটার রেজাউর রেজাও এর আগে টেস্ট দলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন। তবে মাঠের নামা হয়নি তার।

এছাড়া বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের স্পিনার তানভীর ইসলাম প্রথমবার দলে ডাক পেয়েছেন। তিনি এবারের আসরে যৌথভাবে সর্বোচ্চ ১৭টি উইকেট শিকার করেন। 

বিজ্ঞাপন

এসব ক্রিকেটারকে জায়গা করে দিতে আগের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পাঁচ জনকে জায়গা ছাড়তে হয়েছে। এরা হলেন ইয়াসির আলী রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসেন পাটওয়ারী, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান ও তানভীর ইসলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |