ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পেছাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০২:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের ধাক্কা কাটতে না কাটতেই এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হারের স্বাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (৩০ মে) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরে গেছে বাংলাদেশ। এতে সিরিজ শেষ হওয়ার এক ম্যাচ আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছে টাইগারদের। যার প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। নবম স্থান থেকে এক ধাপ পিছিয়ে দশে নেমে গেছে লিটন দাসের দল। 

বিজ্ঞাপন

টানা চার পরাজয়ের কারণে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ৫, এখন বাংলাদেশের পয়েন্ট ২২০। অন্যদিকে ২২৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে গেছে আফগানিস্তান। বাংলাদেশের ঠিক পেছনে রয়েছে আয়ারল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২০২।

আরও পড়ুন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবার শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। রোহিত শর্মার দলের পয়েন্ট ২৭১। ২৬২ পয়েন্ট নিয়ে ভারতের পরের স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। পাকিস্তান আছে আগের জায়গাতেই অষ্টম স্থানে র‍য়েছে। তবে তাদের রেটিং বেড়ে হয়েছে ২২৯। অপরদিকে, সংযুক্ত আরব আমিরাত উঠে এসেছে ১৫ নম্বরে তাদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৩।

বর্তমানে রেটিং পয়েন্টে ধুঁকছে বাংলাদেশ। টেস্টে আছে নবম স্থানে, ওয়ানডেতেও পিছিয়েছে র‍্যাঙ্কিং। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |