স্প্যানিশ লা লিগায় বারবার বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস জুনিয়র। এসব ঘটনায় একবারও সুষ্ঠু বিচার না পেয়ে বেশ ক্ষুব্ধ হয়ে স্প্যানিশ লিগকেই কাঠগড়াতে তুলেন রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ড।
এবারের মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত পাঁচবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়াস। গত রোববার শেষবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ, আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার বিপক্ষে ম্যাচেও এমন ঘটনা ঘটে।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বার্তায় ক্ষোভ প্রকাশ করেন ভিনি। একের পর এক বর্ণবাদের ঘটনায় লা লিগা কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি।
এরপরই ফুঁসছে গোটা ফুটবল বিশ্ব। আর ব্রাজিলে তো রীতিমতো তোলপাড়ই পড়ে গেছে। সেলেসাওদের বিভিন্ন ফুটবল ক্লাব, সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোও এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে।
সেলেসাওদের প্রাক্তন থেকে বর্তমান, সব ফুটবলারই ভিনির পাশে দাঁড়িয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাও এ ঘটনায় বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি খোদ ফিফা সভাপতিও ভিনির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এবার বর্ণবাদের ঘটনায় আরও বড় উদ্যোগ নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনির সমর্থনে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে সিবিএফ।
আগামী ১৭ জুন বার্সেলোনায় সেলেসাওদের প্রথম প্রতিপক্ষ গিনি এবং তিন দিন বিরতি দিয়ে লিসবনে দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা।
তবে শুধু আফ্রিকান দুই দেশের সঙ্গেই না, ঘরোয়া লিগের ম্যাচগুলোতেও বর্ণবাদবিরোধী প্রচারণা চালাচ্ছে ব্রাজিল। ‘বর্ণবাদ নিয়ে কোনো ফুটবল ম্যাচ হবে না’- স্লোগানে এ প্রচারণা চালাচ্ছে দেশটি।
এর আগে, ২০২২ সালে দেশটির ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি এডনাল্ডো রদ্রিগেজের অধীনে বর্ণবাদবিরোধী প্রচারণা শুরু হয়েছিল। এবার এর পরিধি আরও বাড়ছে।