• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৩, ১৫:১৫
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ।

বুধবার (১৬ আগস্ট) একই টুইট বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক অঙ্গন থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ওয়াহাব টুইট বার্তায় লেখেন, ‌‘আন্তর্জাতিক পিচ থেকে সরে দাঁড়াচ্ছি। অবিশ্বাস্য একটি সফর শেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পিসিবি, আমার পরিবার, কোচ, মেন্টর, সতীর্থ, ভক্ত এবং আমাকে সমর্থন করা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বে রোমাঞ্চকর সময় আসছে।’

তিনি আরও বলেন, ‘আমি গত দুই বছর ধরে অবসরের পরিকল্পনার কথা বলছিলাম, ২০২৩ সাল আমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার লক্ষ্যের কথা। আমি এখন আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি যে আমি আমার দেশ এবং জাতীয় দলকে আমার সেরাটা দিয়ে সেবা করেছি। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা অনেক সম্মান এবং সৌভাগ্যের বিষয়। আমি এই অধ্যায়কে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব আরও কিছুদিন।’

পাকিস্তানের জার্সি গায়ে ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলেছেন রিয়াজ। সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে তিনি মাঠে নেমেছিলেন ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। টেস্টে ৩৪.৫০ গড়ে ৮৩ উইকেট নেন এই পেসার। ওয়ানডেতে তার শিকার ১২০ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩৪টি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে আটক অবসরে যাওয়া সচিব ইসমাইল
আমার বাবাকে ক্ষমা করে দেন: অশ্বিন
অবসরে পাঠানো ২০ শিক্ষক-কর্মকর্তার পরিচয় প্রকাশ
আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন অশ্বিন