ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে ফিরলেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ , ১২:১৩ এএম


loading/img
ছবি- সংগৃহীত

আইপিএল খেলতে গিয়ে চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন কেন উইলিয়ামসন। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় করাতে হয়েছে অস্ত্রোপচারও। তবে সেই চোট কাটিয়ে বিশ্বকাপ দিয়ে আবারও মাঠে ফিরছেন কিউই অধিনায়ক।

বিজ্ঞাপন

বিশ্বকাপের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে উইলিয়ামসন যে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন সেটি নিশ্চিত করেছে এনজেডসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ তারা জানিয়েছে, 'আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সেটার যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে (বিশ্বকাপে) তাকে পাওয়া যাবে।'

আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। তবে উদ্বোধনী ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ছিটকে যান টুর্নামেন্ট থেকেই। এরপর নিউজিল্যান্ডে ফিরে অস্ত্রোপচার করান তিনি। তখন খবর বের হয়েছিল- বিশ্বকাপ খেলার জন্য ফিট না হলে, মেন্টর হিসেবে দলের সঙ্গে ভারতে যাবেন তিনি। 

বিজ্ঞাপন

তবে কিউই ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তির খবর, মেন্টর নয় দলটির অধিনায়ক হিসেবেই ভারতে পা রাখবেন উইলিয়ামসন। আগামী ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে এনজেডসি। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |