ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ , ০২:২৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনা মাঠে নামলেও সবগুলো ম্যাচই ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। লম্বা সময় পর বড় পরীক্ষার মঞ্চে শুক্রবার (৮ সেপ্টেম্বর) মাঠে নামতে যাচ্ছে বিশ্বকাপজয়ীরা। আগামী বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসি বাহিনী। 

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

বিগ ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে বড় কিছু দুঃসংবাদ নিয়ে। চোটের কারণে বিশ্বকাপজয়ীরা ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে পাচ্ছে না পাওলো দিবালা ও এমি বুয়েন্দিয়ার সার্ভিস। পাশাপাশি ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন মার্কোস আকুনিয়া, লুকাস ওকাম্পোস ও জিওভানি লো সেলসো। এই পাঁচ ফুটবলারকে ছাড়াই একাদশ সাজাতে হবে লিওনেল স্কালোনিকে।  

বিজ্ঞাপন

তবে, লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কেটে গেছে সেটি। ম্যাচের শুরু থেকেই তিনি থাকছেন মাঠে। 

এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বাভাবিকভাবেই গোলবারের নিচে দেখা যাবে এমিলিয়ানো মার্টিনেজকেই। এ ছাড়া রক্ষণভাগে থাকার সমূহ সম্ভাবনা রয়েছে কুটি রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মলিনা ও নিকোলাস টালিয়াফিকোকে। 

কোচ স্কালোনি ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে দলের মিডফিল্ড সাজাতে পারেন নিকোলাস গঞ্জালেস, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পলকে নিয়ে। 

বিজ্ঞাপন

তবে, প্রথমার্ধে নামার খুব একটা সম্ভাবনা নেই লম্বা সময় ধরে পুরো ৯০ মিনিট মাঠে না খেলা উইঙ্গার আনহেল ডি মারিয়ার। 

বিজ্ঞাপন

ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডট কমের প্রতিবেদন অনুযায়ী ইকুয়েডরের বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে খেলানোর পরিকল্পনা রয়েছে স্কালোনির। 

সেই মোতাবেক দুই স্ট্রাইকারের একজন হলেন মেসি। আর তার সঙ্গী হিসেবে স্কালোনি বেছে নিতে পারেন লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজের ভেতর একজনকে। 

চলুন একনজরে দেখে আসি ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |