চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে জয়ের বিকল্প নেই দুই দলের সামনে। এমন সমীকরণে বাঁচা মরার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করেও রাচিন রবীন্দ্রর রেকর্ড গড়া সেঞ্চুরি ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড।
তবে শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফদের তুলোধুনো করে রানের পাহাড় গড়েও কপালে ভাঁজ পড়েছে নিউজিল্যান্ডের। কেননা কিউইদের দেওয়া ৪০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে ফেলেছে। ফখর জামান ১০৬ ও অধিনায়ক বাবর আজম ৪৭ রানে অপরাজিত থাকার পর বেঙ্গালুরুতে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।
আর এই বৃষ্টিতেই রানের পাহাড় গড়েও নিউজিল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ সৃষ্টি করেছে। কেননা বৃষ্টি আইনে কোনো ম্যাচের ফল পেতে হলে দ্বিতীয় ইনিংসে অন্তত ২০ ওভার ব্যাটিং করতে হয় প্রতিপক্ষকে। সে আইন অনুযায়ী পাকিস্তান এই শর্ত পূরণ করে ফেলেছে। ফলে বৃষ্টি না থামলেও ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হবে না।
আর এই জায়গাটাতেই এগিয়ে গেছে পাকিস্তান। ডার্ক লুইস পদ্ধতিতে ২১.৩ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৫০ রান। সে টার্গেট পেরিয়ে ১০ রানে এগিয়ে আছে বাবর আজমরা। ফলে ম্যাচ যদি মাঠে না গড়ায়, তাহলে পূর্ণ ২ পয়েন্ট পাবে পাকিস্তান। আর রানের পাহাড় গড়েও পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়বে কেন উইলিয়ামনরা।