ভারতের মাটিতে চলছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আগামী ১৯ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে মেগা আসরের। এই টুর্নামেন্টের পরপরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এই সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে বল টেম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন কিউই ব্যাটার হেনরি নিকোলস।
নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট প্লাংকেট শিল্ডে ক্যান্টারবেরির হয়ে খেলে থাকেন নিকোলস। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় চলতি সপ্তাহে অকল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি। তবে সেই ম্যাচের টিভি ফুটেজে দেখা যায় নিকোলস প্রান্ত বদল করার পর তিনি বল হেলমেটে ঘষছেন। যা ক্রিকেটের আইনের ৪১.৩ ধারা ভঙ্গ করে বলের অবস্থান পরিবর্তনের সঙ্গে জড়িত।
এরপর নিকোলসের বিরুদ্ধে বল টেম্পারিং করে বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেটের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার পর রিপোর্ট করেছেন আম্পায়াররা। এই ঘটনার সত্যতা পাওয়া গেলে বিপাকেই পড়তে হতে পারে কিউই এই তারকা ক্রিকেটারকে। এমনকি বাংলাদেশ সফরের দল থেকেও বাদ পড়তে পারেন বাঁহাতি এই ব্যাটার।
নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, নিকোলসকে হ্যাগলি ওভালে অনুষ্ঠিত প্ল্যাংকেট শিল্ডে ক্যান্টারবেরি এবং অকল্যান্ডের ম্যাচের তৃতীয় দিনে ৩.১ আইনের ১.১৫ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তারা জানিয়েছে, বিষয়টি পর্যালোচনার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটের একজন কমিশনারের কাছে পাঠানো হয়েছে। কবে নাগাদ এটির শুনানি হবে সেটির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
এদিকে বল টেম্পারিংয়ের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নিকোলস। এদিকে কদিন বাদেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তার। অভিযোগ প্রমাণিত হলে তার বাংলাদেশ সফরে এটি কি ধরনের প্রভাব ফেলবে তা এখনই নিশ্চিত নয়। এমনকি লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকেও বহিষ্কার হতে পারেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।