ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শামির দুর্দান্ত পারফরম্যান্সে আক্ষেপে পুড়ছেন সাবেক স্ত্রী হাসিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ , ০১:২৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ শামি। সবশেষ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে একাই ৭ উইকেট তুলে নিয়ে ভারতকে ৭০ রানের জয় এনে দিয়েছেন তিনি। এতে করে ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। 

বিজ্ঞাপন

এরপরই পুরো ভারত জুড়ে বইছে শামি বন্দনা। কিন্তু এমন অবিস্মরণীয় মুহূর্তেও চুপ ছিলেন শামির সাবেক স্ত্রী হাসিন জাহান। তবে শামির এমন বন্দনা শুনে বসে থাকতে পারেননি হাসিন জাহান। অবশেষে মুখ খুললেন, সেই সঙ্গে উগরে দিলেন সব ক্ষোভ ও আক্ষেপ। 

শুক্রবার (১৭ নভেম্বর) ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আক্ষেপ ঝরা কণ্ঠে হাসিন বলেন, শামি যত ভাল ক্রিকেটার, তত ভাল স্বামী এবং বাবা হলে জীবনটাই অন্য রকম হতে পারত। সেই সঙ্গে শামির সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

২০১৩ সালে অন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি মোহাম্মদ শামির। তার এক বছরের মাথায় ২০১৪ সালে চিয়ার লিডার তথা মডেল হাসিন জাহাকে বিয়ে করেন তিনি। তবে ২০১৮ সাল থেকেই আলাদা থাকছেন হাসিন আর শামি। এই মুহূর্তে আদালতে তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। 

তার মাঝেই এক ওয়েবসাইটে হাসিন বলেন, শামি যত ভালো ক্রিকেটার তত ভালো মানুষ হলে আমাদের জীবনটা অনেক ভালো হত। আমার মেয়ে, আমার স্বামী এবং আমি নিজে একটা সুন্দর জীবন কাটাতে পারতাম। তার জন্যে শামিকে একজন ভালো মানুষ হতে হতো। ভালো ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভালো স্বামী এবং ভালো বাবা হলে আমরা সমাজে আরও বেশি সম্মান পেতাম।

হাসিন আরও বলেন, শামির ভুলের জন্য, ওর লোভ এবং নোংরা মানসিকতার জন্যে আমরা তিনজনই তার ফল ভোগ করছি। এখন শামি টাকা দিয়ে ওর যাবতীয় খারাপ কাজ ঢেকে দেওয়ার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

সেমিফাইনালে দারুণ বল করে দলকে জয় পাইয়ে দেয়া প্রসঙ্গে হাসিন বলেন, এমন পারফরম্যান্সের পর ওর (শামি) প্রতি আমার আলাদা করে কোনো অনুভূতি তৈরি হয়নি। তবে ভারত সেমিফাইনাল জিতেছে ভেবে ভালো লাগছে। প্রার্থনা করব যেন ফাইনালও জিততে পারে।

সেই সাক্ষাৎকারে অভিনেত্রী পায়েল ঘোষের শামিকে বিয়ে করার প্রস্তাব নিয়েও প্রশ্ন করা হলে হাসিনের বলেন, খ্যাতনামীদের সঙ্গে এমনটা হয়েই থাকে, এটা খুব স্বাভাবিক। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

শামি ভালো খেলছেন দেখার পরই হাসিন বলেন, ও (শামি) যত ভাল খেলবে, ততই আমার মঙ্গল! এর পেছনেও কারণ দেখছে অনেকেই। কেননা বেশি ভালো খেললে শামির রোজগারের পরিমাণ বেশি হবে। আর হাসিন আদালতে গিয়ে তার ভরণপোষণের পরিমাণও বাড়তি চাওয়ার দাবি জানাতে পারবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |