ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

একদিন আগেই পার্থ টেস্টের দল ঘোষণা পাকিস্তান ও অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ , ০৪:৫৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে নতুন অধিনায়ক শান মাসুদের দল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পার্থে অজিদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচের একদিন আগেই পার্থ টেস্টের একাদশ ঘোষণা করেছে ম্যান ইন গ্রিনরা। পাকিস্তানের মতো স্বাগতিকরাও নিজেদের একাদশ ঘোষণা করেছে। 

আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সরাসরি দেখবেন যেভাবে

বিশ্বকাপ ব্যর্থতার পর নিজেদের দলকে ঠেলে সাজানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে নতুন কোচ, ডিরেক্টর আর অধিনায়ক নিয়োগ দিয়েছে তারা। বিশ্বকাপের পরপরই তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। তার অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। 

পাকিস্তানের হয়ে প্রত্যাশিতভাবেই ওপেন করবেন ইমাম উল হক ও আবদুল্লাহ শফিক। তিনে খেলতে পারেন শান মাসুদ তিনে আর চারে বাবর। একাদশে সুযোগ হয়নি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। তার পরিবর্তে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা সরফরাজ আহমেদ রয়েছেন একাদশে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া লেগস্পিনার আবরার আহমেদের জায়গায় সাজিদ খানকে নেওয়া হলেও প্রথম ম্যাচের দলে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। পাকিস্তানের একাদশে বিশেষজ্ঞ স্পিনার না থাকলেও হাত ঘোরাবেন সালমান আগা ও সৌদ শাকিল।

বিজ্ঞাপন

পেস বিভাগে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আক্রমণ সামলাবেন অভিষিক্ত পেসার আমের জামাল ও খুররম শাহজাদ। অন্যদিকে, অস্ট্রেলিয়ার একাদশে নেই বড় কোনো চমক। অনুমিত একাদশ নিয়েই মাঠে নামছেন প্যাট কামিন্সরা। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অজি স্পিনার নাথান লায়ন।

বিজ্ঞাপন

২০১৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে সব মিলিয়ে ১৩টি সিরিজ খেলে একবারও জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ ১২ ম্যাচের সবগুলোতেই হেরেছে উপমহাদেশের দলটি।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল ও খুররম শেহজাদ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |