একসময় হবিগঞ্জ জেলা নারী দলের অধিনায়ক ছিলেন তিনি। তবে কালের বিবর্তনে তিনি এখন সংবাদকর্মী। বলছিলাম শাকিলা ববির কথা। তার আরেকটা পরিচয় ক্রিকেটার জাকের আলী অনিকের বোন তিনি।
একটি জাতীয় দৈনিকের সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করেন জাকেরের বোন ববি। জাতীয় দলের হয়ে জাকের যখন নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচটা খেললেন, তখন পেশাদারিত্ব পালনে প্রেসবক্সে বসে ভাইয়ের খেলা উপভোগ করেছেন ববি।
লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন জাকের। তবে অল্পের জন্য দলের জয় নিশ্চিত করতে পারেননি এই ব্যাটার। এই ম্যাচে ৩ রানের পরাজয় দেখেছে লাল-সবুজেরা।
এমন ইনিংসের পর টাইগারদের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন জাকের। সেখানে জাকেরকে সাংবাদিক বোনের প্রশ্নের উত্তরও দিতে হয়েছে।
ভাইয়ের স্মরণীয় দিনে বোন ববি প্রশ্ন করলেন, ‘যেহেতু সিলেটের ছেলে আপনি, ঘরের মাঠে আপনি পারফর্ম করলেন; যারা দর্শক ছিল, সবাই আপনার নাম ধরে চিৎকার করছিল, কেমন উপভোগ করলেন?’
শুরুতে ‘আপু’ সম্বোধন করে জাকিরের জবাব, আমি সবসময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকও এখানে। উইকেট খুব ভালো ছিল। সবকিছুই ঠিক ছিল, যদি ম্যাচটা জিততে পারতাম আরও ভালো লাগতো।
এরপর আরেকজন সংবাদ কর্মীর প্রশ্নের জবাবে জাকের বলেন, অবশ্যই আপু হিসেবে এটা গর্বের ব্যাপার ভাই ভালো খেলছে। সব আল্লাহ তায়ালার মেহেরবানি। আমি নিশ্চিত সে খুব ভালো অনুভব করছে।
এদিকে সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাকেরের বোন। এ সময়ে তিনি জানান, বোন হিসেবে জাকেরকে নিয়ে গর্বিত তিনি।
শাকিলার ভাষ্য, আপনাদের কাছে আমি জাকের আলী অনিকের বোন। আমার এলাকায় জাকের এখনও ববির ভাই। জাকের আলী অনিকের বোন হওয়া অনেক গর্বের। আমি হবিগঞ্জ জেলা দলের অধিনায়কত্ব করেছি; বেশ কয়েক বছর আমি ক্রিকেট খেলেছি। আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে চারজনই ক্রিকেট খেলেছি এবং জেলা দলে খেলেছি।