ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়ালের মুখোমুখি ডর্টমুন্ড, একনজরে বাকি প্রতিপক্ষ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ , ০২:২৫ পিএম


loading/img
ছবি-এএফপি

নতুন ফরম্যাটে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। নতুন ফরম্যাটে লিগ পর্ব খেলে নক আউট পর্বে জায়গা যাবে দলগুলো। তাই লিগ পর্বে প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি হবে হোম ভেন্যুতে এবং বাকি চারটি হবে প্রতিপক্ষের মাঠে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মোনাকোতে অনুষ্ঠিত হয়েছিল ৩৬ দলের ড্র। যেখানে লিগ পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। এছাড়াও গ্রুপ পর্বে স্প্যানিশ জায়ান্টদের হারাতে হবে লিভারপুলকে।

ঘরের মাঠে রিয়াল খেলবে চার প্রতিপক্ষ- বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, সালসবুর্ক ও স্টুটগার্টের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা বাকি চারটি ম্যাচ খেলবে- লিভারপুল, আতালান্তা, লিল ও ব্রেস্তের মাঠে গিয়ে।

বিজ্ঞাপন

এক নজরে হোম ভেন্যুতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ 

     রিয়াল মাদ্রিদ           বনাম          বরুশিয়া ডর্টমুন্ড
     রিয়াল মাদ্রিদ           বনাম           ইন্টার মিলান
     রিয়াল মাদ্রিদ           বনাম           সালসবুর্ক
     রিয়াল মাদ্রিদ           বনাম            স্টুটগার্ট

 

বিজ্ঞাপন

এক নজরে অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ

        রিয়াল মাদ্রিদ           বনাম         লিভারপুল
        রিয়াল মাদ্রিদ           বনাম         আতালান্তা
        রিয়াল মাদ্রিদ           বনাম         লিল
       রিয়াল মাদ্রিদ           বনাম         ব্রেস্তে

 

রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোতে। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটির টিকিট।

শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত লড়াইয়ের ফরম্যাটে অবশ্য থাকছে আগের নিয়মই। কোনও পরিবর্তন নেই। আগের নিয়মেই অনুষ্ঠিত হবে নকআউট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |