সাকিবকে নিয়ে দুঃসংবাদ দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ , ০২:০৭ পিএম


সাকিব আল হাসান
ছবি- সংগৃহীত

সদ্য শেষ হওয়া মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। নিরাপত্তার কারণে দেশে আসতে পারেননি তিনি। তাই আসন্ন আফগানিস্তান সিরিজে দেশসেরা এই ক্রিকেটারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এবার সাকিবের খেলা নিয়ে দুঃসংবাদ দিয়েছে বিসিবি। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি সাকিব ইস্যুতে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নেইও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।

আফগানিস্তান সিরিজ না খেললে সাকিব এই সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ। তার ভাষ্য, সাকিবের মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে; এখনও পারমিশন দিইনি, এনওসি দিলে খেলে ফেলবে। সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে আমি বিশ্বাস করি। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। কিন্তু মনে হচ্ছে আফগানিস্তান ট্যুর সে মিস করবে।

এর আগে, গতকাল (বুধবার) মিরপুরে বিসিবি সভাপতি বলেছিলেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনও দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে।

এ দিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় বিসিবির কোটে বল ঠেলে দিয়েছিলেন সাকিব। ক্রিকবাজকে তিনি বলেছিলেন, ‘আমি কীভাবে বলব। এটা তো বিসিবির বলা উচিত।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রোটিয়াদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর শারজাহয় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

আরটিভি/এসআর-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.