• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

বিপিএলের অনিয়ম নিয়ে বোমা ফাটালেন ফারুক আহমেদ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০২
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

চলমান বিপিএলকে নতুনভাবে সাজানোর কথা জানিয়েছিলেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু টিকিট নিয়ে মারামারি, পেমেন্টসহ নানা কারণে সমালোচিত হয়েছে এবারের আসর। যা নিয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়তে হয়েছে বিসিবি সভাপতিকে। তবে বিপিএলে গত আসরগুলোর অনিয়ম নিয়ে বোমা ফাঁটিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

বিপিএলের গ্রুপ পর্ব শেষ হলেও এখনও পেমেন্ট পায়নি ক্রিকেটাররা। এ ছাড়াও ক্রিকেটাররা হোটেল থেকে বের হতে দিচ্ছে না। আর বিদেশি ক্রিকেটারদের ফেরার টিকিটও করে দেয়নি রাজশাহীর মালিক।

তাই শনিবার (১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ, নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদকে প্রশ্ন করা হয় কিসের ভিত্তিতে এমন একজনকে দল দেওয়া হলো।

জবাবে আসিফ বলেন, আমি যখন এবার তাদের হাতে দায়িত্ব দিয়েছিলাম । তখন বলে ছিলাম ভালো দল বের করতে। তারাও চেষ্টা করেছে। কিন্তু একটা দলের জন্য আমাদের পুরো পরিশ্রম বা পরিকল্পনা মাটিতে চলে গেছে। আমরা এটা নিয়ে ব্যবস্থা নেব । তেমন কিছু দেখলে আমরা আইনি প্রক্রিয়ায় যাব।

তার ডান পাশে দাঁড়িয়ে থাকা ফাহিম বলেন, আমাদের আসলে যে পরিমান তদন্ত করে দল দেওয়া উচিত ছিল, সেই পরিমান অনুসন্ধান করিনি। যে কারণে এই ভুলটা হয়েছে। আমাদের আরও যাচাই বাছাই করা উচিত ছিল।

তবে ফারুক আহমেদ সহজে তার ভুল শিকার করেননি। বরং ওপেন করেছে বিগত আসরের বিভিন্ন অনিয়মের রোড ম্যাপ। তার ভাষ্য, আমরা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলাপ শুরু করেছি গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। আমার কাছে প্রথম আসছে তামিমের নেতৃত্বে এক গ্রুপ খেলোয়াড়। সেখানে ছিল মুশফিক-মিরাজ।

‘তারা প্রথম বলেছে, আপনি বাংলাদেশ টিমের অধিনায়ক থেকে প্রথম হয়েছেন বোর্ড সভাপতি। রাজশাহী যে খারাপ কাজ করেছে, এর চেয়ে করা সম্ভব না। একটা টুর্নামেন্ট শেষ দেওয়ার জন্য এটা যথেষ্ট।’

তিনি বলেন, আপনাদের বুঝতে হবে ফেব্রুয়ারি মাসে এসে সেপ্টেম্বরে কি কাজ করা উচিত ছিল আর ছিল না এটা বললে হবে না। আমাদের অপশন ছিল খুব বেশি না। আমাদের কাছে মনে হয়েছে চারটা টিম ঠিক আছে।

গত আসর গুলোর অনিয়ম নিয়ে ফারুক আহমেদ বলেন, গত বছরের তিনটা টিম দেড় কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দেয়নি। তার মধ্যে প্লেয়ারদের ২৫% পেমেন্ট বাকি ছিল। বিপিএলের এই পেমেন্ট ইস্যুতে গত ১১ বছর ধরে চলে আসছে। আপনারা চাইলে আমি একটি অডিট রিপোর্ট বানিয়ে দিতে পারি। মাত্র একটা টিমের ব্যাংক ডকুমেন্ট আছে।

অথচ আমরা এমন ভাবে কথা বলছি, যেন এই ইস্যুটা এবারেই প্রথম। বিপিএলে এমন না যে শুধু এই বছরে এসে এই সমস্যা গুলো হচ্ছে আর অন্য আসরগুলোতে অনেক ভালো ছিল। আমরা বসে নেই, আমরা টিকিট নিয়ে অডিট করেছে। এখনও পর্যন্ত ১০ কোটি টাকা আয় হয়েছে। ফাইনাল পর্যন্ত আরও ২ কোটি টাকা বাড়বে।

চার মাসে নিজেদের আমল নামা নিয়ে বিসিবি সভাপতি বলেন, আপনাদের বুঝতে হবে আমরা কাজ করছি, এই ৪ মাসে ১২টি প্রোগ্রাম করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ, সাকিবের একটা ইস্যু ছিল, আয়ারল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অনূধ্ব-১৯ সব মিলিয়ে আমরা বসে নেই।

‘আমি বলছি আমাদের একটু সময় দেন। আমরা ইতোমধ্যে বিপিএল আয়োজনের জন্য কয়েক আয়োজক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। সামনে বছর থেকে একটা ভালো প্রসেস তৈরি হবে। সময় না দিলে সম্ভব না।’

আরটিভি/এসআর/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালকে হারিয়ে দুইয়ে চিটাগং, কপাল পুড়ল রংপুরের
রাজশাহী ও চিটাগংয়ের মালিককে কঠোর হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার
বরিশালকে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস
গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল