• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

তারা বলেছিল আমি সৌদিতে টাকার জন্য এসেছি: রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ১৭:০৪
রোনালদো
ছবি-এএফপি

সাবেক কোচের সঙ্গে বিরোধের কারণে কাতার বিশ্বকাপের বেশিরভাগ সময় বেঞ্চে বসে কাঁটাতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এ ছাড়াও দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার অভিজ্ঞতাটাও ভালো ছিল না এই তারকা ফুটবলারের। সব মিলিয়ে অনেকেই ভেবেছিলেন ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন রোনালদো।

এমন সময়ে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। তার এই সিদ্ধান্তকে অনেকেই কৌতুক বলেছিলেন এবং সমালোচনাও করেছিলেন। এসব বিষয় নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন রোনালদো।

সম্প্রতি নেটফ্লিক্সের এক প্রোমোশনাল ভিডিওতে সৌদি আরবে আসা নিয়ে রোনালদো বলেন, আমি এখানে জয়ী হতে এসেছিলাম, চেয়েছি লিগটাকে আরও উন্নত পর্যায়ে নিতে। একইসঙ্গে এখানে নিজের লিগ্যাসিটাও রেখে যেতে চাই। এটাই আমি চাই। ইউরোপে আমি সব জিতেছি।

সামালোচকদের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা (সমালোচকরা) বলেছিল আমি শেষ, আমি এখানে কেবল টাকার জন্যই এসেছি। আমি এখনও আগের মতো (ফুটবলে) আবেগটা অনুভব করি। তারা সেটি বিশ্বাস করতে চায়নি, কিন্তু আমি এখানে জিততেই এসেছি।

বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় চুক্তিতেই আল নাসরে যোগ দিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত নাসরের জার্সিতে ৮৫ ম্যাচ খেলেন গোল করেছেন ৭৪টি। ২০২৩ সালে জিতেছেন আরব চ্যাম্পিয়ন্স কাপ, ফাইনালে তিনি দুটি গোলও করেন। তবে এখনও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কিংবা সৌদি প্রো লিগের মতো বড় শিরোপার স্বাদ পাননি পর্তুগিজ তারকা।

রোনালদোর মতে, এখনও ফুটবলের প্রতি পুরোনো আবেগ রয়েছে তার। এমনকি নিজেকে ফুরিয়ে গেছেন বলেও মনে করেন না।

পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি রোনালদো দখলে নিয়েছেন আগেই। পর্তুগাল জাতীয় দল এবং বেশ কয়েকটি ক্লাবের হয়ে এখন পর্যন্ত করেছেন ৯১০ গোল। ৯০০তম গোলের মাইলফলক ছোঁয়ার পর এক হাজার গোল করার স্বপ্নের কথাও জানিয়েছিলেন রোনালদো।

আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে তার। এরপর তিনি আবারও ইউরোপে ফিরতে পারেন বলে গুঞ্জন উঠেছে। মূলত তার একসময়কার স্বদেশি সতীর্থ রুবেন অ্যামেরিম ইউনাইটেডের কোচ হওয়ায় তেমন সম্ভাবনা দেখছেন অনেকে।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ছে স্বাধীন বাংলা ফুটবল দলের সম্মানী ভাতা, কমিটি গঠন 
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
হামজার মতো আরও প্রবাসী ফুটবলারের খোঁজে বাফুফে
বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমোদন পেল হামজা