• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফলোঅন এড়িয়ে শেষের কাছে বাংলাদেশের ইনিংস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ০৪:০৪
ফলোঅন এড়িয়ে শেষের কাছে বাংলাদেশের ইনিংস
ছবি : সংগৃহীত

তৃতীয় দিন শেষ বেলায় হাসান মাহমুদের উইকেট হারাল বাংলাদেশ। এতে সফরকারীদের ইনিংস চলে এলো শেষের কাছে। এরই মাঝে আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলার পরিসমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। তৃতীয় দিনে মাঠ ছাড়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৬৯ রান। ক্রিজে আছেন তাসকিন এবং শরিফুল।

জাস্টিন গ্রেভসের অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা মেরে বিপদ ডেকে আনেন হাসান মাহমুদ। তৃতীয় স্লিপে ডাইভ দিয়ে নিচু ক‍্যাচ নেন আলিক আথানেজ। ১৬ বলে ৮ রান করেন হাসান। ক্রিজে গিয়ে দ্বিতীয় বলেই চার মেরেছেন শরিফুল ইসলাম।

জাকের আলী ফিফটি করে বেশি বড় করতে পারলেন না নিজের ইনিংসটি। ইনিংসের ৯২তম ওভারে গ্রিভসের বলে আউট হন ৫৩ রান করে। তখন ফলোঅনের শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে হাসান মাহমুদ এবং তাসকিন সেই শঙ্কা দূর করেছে।

লিটন দাস এবং মেহেদী মিরাজ আউট হওয়ার পর ফলোঅনের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তবে তাইজুলকে নিয়ে ৭০ রানের দারুণ এক জুটি গড়েন জাকের আলী। জোসেফের বলে তাইজুল ২৫ রানে বোল্ড হওয়ার পরও ফলোঅনের শঙ্কা কাটেনি। এরই মাঝে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন জাকের।

মুমিনুলের মতো ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি জাকের। গ্রিভসের বলে সিলসের কাছে ক্যাচ দিয়ে ৮৯ বলে ৫৩ রান করে ফেরেন তিনি। এরপর ভয় থাকলেও হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ফলোঅন এড়ানোর কাজটা করে ফেলেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করে। যেখানে ১১৫ রানে অপরাজিত ছিলেন জাস্টিন গ্রিভস। মিকাইল লুইসের ব্যাট থেকে ৯৭ এবং অলিক আথানাজের ব্যাট থেকে এসেছে ৯০ রান। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হাসান মাহমুদ। ৮৭ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। দুইটি করে উইকেট পেয়েছেন তাসকিন ও মিরাজ।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনের শুরুতেই দিপুর বিদায়, ৩ উইকেট নেই বাংলাদেশের
এক উইকেট হারিয়ে ৬৬ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করলো উইন্ডিজ 
এক উইকেট হারিয়ে ৬৬ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করলো উইন্ডিজ 
প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট