• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস ট্রফিতেও আফগানদের হেড মাস্টার ট্রট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭
ট্রট
ছবি-এএফপি

আফগানিস্তান ক্রিকেটকে বদলে দেওয়ার অন্যতম নায়ক হলেন ইংলিশ কোচ জনাথন ট্রট। তার অধীনেই নিজেদের ইতিহাসের সেরা সাফল্যগুলো পেয়েছে রশিদ-নবীরা। তাই ট্রটের সঙ্গে আবারও চুক্তি নবায়ন করেছে দেশটি।

সোমবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড (এসিবি)। নতুন মেয়াদে ইংলিশ এই সাবেক ক্রিকেটারের সঙ্গে ১২ মাসের জন্য চুক্তি বাড়িয়েছে তারা।

তবে নতুন মেয়াদের প্রথম সিরিজেই পূর্ণ দায়িত্বে থাকছে না তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে পরের সিরিজে কেবল ওয়ানডে ফরম্যাটেই দেখা যাবে তাকে। বাকি ফরম্যাটে হামিদ হাসান থাকবেন হেড কোচ এবং নওরোজ মঙ্গলকে দেখা যাবে সহকারী কোচের ভূমিকায়।

২০২২ সালে ১৮ মাসের জন্য আফগানিস্তানের কোচ হিসেবে এসেছিলেন জোনাথন ট্রট। এরপরেই নিজেরর মেয়াদের একেবারেই শেষদিকে ২০২৩ বিশ্বকাপে তিন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে বাজিমাত করেন তিনি।

তাই চলতি বছর জানুয়ারিতে ১ বছরের জন্য চুক্তি নবায়ন করেছিল দুই পক্ষ। এরপরেই আফগানিস্তান ক্রিকেটে আসে ইতিহাসের সেরা বছর। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে সেমিফাইনাল। এরপরেই ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় করেছে দেশটি।

যার ফলে চ্যাম্পিয়নস ট্রফির আগে এমন কোচকে নিশ্চিতভাবেই হাতছাড়া করতে চায়নি আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। তাই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে চমক দেখানোর অপেক্ষায় ট্রট।

উল্লেখ্য, ট্রটের অধীনে ৩৪ ওয়ানডে ম্যাচের মধ্যে ১৪ ওয়ানডে এবং ৪৪ টি-টোয়েন্টির মধ্যে ২০ ম্যাচে জয় পেয়েছে।

আরটিভি নিউজ/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজ কার্যালয়ে আত্মঘাতী বোমায় আফগানমন্ত্রী নিহত
কক্সবাজার সাগরপাড়ের সাম্পানে ‘চ্যাম্পিয়নস ট্রফি’
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে পিসিবির শর্তে রাজি ভারত!
রিশাদের পরিবর্তে বিগ ব্যাশের দল হোবার্টে আফগান তারকা