বিপিএলে সাইফউদ্দিনের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
ইনজুরি থেকে ফিরে গত বিপিএলে বরিশালকে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন সাইফউদ্দিন। এবার রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন এই পেস অলরাউন্ডার। তবে গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন তিনি।
যার ফলে বিপিএলের শুরু থেকে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সাইফউদ্দিনকে নিয়ে সুখবর দিয়েছেন ট্রেনার ইফতেখার ইফতি।
তিনি বলেন, সাইফউদ্দিন এখন ভালো আছে। ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত রাখছে। আশা করছি বিপিএলের শুরু থেকেই ও থাকবে। পুরোপুরি রিদমেই পাওয়া যাবে তাকে। বোলিং বলেন বা ব্যাটিং বলেন।
গ্লোবাল টি-টোয়েন্টিতে চোটে পড়ার কারণে রংপুর রাইডার্সের হয়ে শেষের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি সাইফউদ্দিন। তবে দেশে ফিরেই চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে পড়েন তিনি।সাইফউদ্দিন ব্যাক সাইডের চোটের জন্য অনুশীলনে সময় দিচ্ছেন।
ফিটনেস থেকে শুরু করে রানিং মিরপুরের একাডেমি মাঠে নিয়মিত দেখা যায় তাকে। মূলত, রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। ট্রেনার ইফতেখার ইফতির সঙ্গে কাজ করছেন সাইফউদ্দিন।
বিপিএলে রংপুর রাইডার্সের স্কোয়াড
দেশি ক্রিকেটার : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আবু হায়দার রনি, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ আশিকুজ্জামান।
বিদেশি ক্রিকেটার : বাবর আজম, ইহসানুল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আজমতুল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, মিচেল রিপন, ইয়াসির মুহাম্মদ।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ সংস্করণের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে সাইফউদ্দিনের রংপুর রাইডার্স, প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।
আরটিভি/এসআর
মন্তব্য করুন