ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রংপুরে ঘুরতে গিয়ে ছিনতাই-মারধরের শিকার ইরানি দম্পতি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ০৬:০২ এএম


loading/img
উদ্ধারের পর সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা ও ইয়াজদানজো ইয়াসমিন। ছবি: সংগৃহীত

রংপুরে ঘুরতে গিয়ে মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিন (৫৭)। পরে সেনা সহায়তায় ডলার, মুঠোফোন, হাতঘড়ি, পাসপোর্টসহ উদ্ধার হয়েছেন তারা। এ ঘটনায় চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) প্রাইভেটকার ভাড়া করে নিজেরা গাড়ি চালিয়ে গুগল ম্যাপ অনুসরণ করে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়ন দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে গেলে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় জড়িত ওই গ্রামের রশিদুল ইসলাম (৪২), মেরাজুল ইসলাম (৩৮), মনোয়ারা বেগম (৩৫) ও রাবেয়া বেগমকে (৪৫) আটক করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এলাকাবাসী, পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশে ঘুরতে এসে রংপুরের এক হোটেলে উঠেন ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা ও ইয়াজদানজো ইয়াসমিন। সোমবার প্রাইভেটকার ভাড়া করে নিজেরা গাড়ি চালিয়ে ঘুরতে বের হন। গুগল ম্যাপ অনুসরণ করে ঢুকে পড়েন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়ন দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে। সেখানে পথ ভুলে যাওয়ায় স্থানীয় মানুষের সাহায্য চান তারা। কিন্তু সেখানে উপস্থিত কিছু মানুষ তাদের মারধর করে ডলার, মুঠোফোন, হাতঘড়ি, পাসপোর্টসহ সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেন। এ খবর পেয়ে তারাগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরীর নেতৃত্বে সেনা সদস্যরা ওই ইরানি দম্পতিকে সেখান থেকে উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটকসহ ছিনিয়ে নেওয়া সবকিছু উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া, ইরানি দম্পতিকে নিরাপদে হোটেলে পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ইরানি দম্পতিকে মারধর করে ডলার, মুঠোফোন, পাসপোর্ট ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করে সেনাবাহিনী পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |