পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আগামীকাল পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। পরদিন বাংলাদেশ ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে ভারত। কিন্তু তার দুইদিন আগে দুবাইয়ের ক্যাম্প ছেড়ে গেছেন ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল। মূলত, দক্ষিণ আফ্রিকায় বাবা অ্যালবার্টের মৃত্যুর খবরে ক্যাম্প ছেড়ে গিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির ১৫ তারিখ দুবাইয়ে ভারতের সঙ্গেই ছিলেন মর্নে মর্কেল। ছিলেন দলের একেবারে শুরুর অনুশীলন পর্বেও। যদিও ১৭ তারিখের অনুশীলনে দেখা যায়নি তাকে। এরপরেই নানা গুঞ্জন শুরু হয়। একপর্যায়ে জানা যায়, তার পারিবারিক এই ট্র্যাজেডির কথা।
মর্কেলের না থাকা ভারতের পেস বোলিং বিভাগের জন্য বেশ বড় এক ধাক্কা। দুবাইয়ের পিচে পেসারদের জন্য পরিস্থিতি খুব একটা সহজ হওয়ার কথা নয়। তার ওপর দলের মূল পেসার জাসপ্রিত বুমরাহ আগেই ছিটকে গিয়েছেন ইনজুরির কারণে। মোহাম্মদ শামির পাশে অনেকটা তরুণ দুই মুখ আর্শদীপ সিং এবং হার্শিত রানাকে নিয়েই পেস বিভাগের আক্রমণ সাজিয়েছে তারা।
আগামী ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভরতের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৩ তারিখের বিগ ম্যাচে গম্ভীর শিষ্যরা মুখোমুখি হবে পাকিস্তানের। এরপর বেশ একটা বিরতি পাচ্ছে ভারত। তাদের শেষ ম্যাচ ২ মার্চ, নিউজিল্যান্ডের বিপক্ষে।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রিশাভ পন্ত, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।
আরটিভি/এসআর