পয়েন্ট ভাগাভাগি করে সেমিতে অস্ট্রেলিয়া, কঠিন সমীকরণের সামনে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৩৯ পিএম


অস্ট্রেলিয়া
ছবি: এএফপি

৭০০ রানের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করে অজিরা। তৃতীয় ম্যাচে আফগানদের হারিয়ে সেমিফাইনালের টিকিট পেতে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানেও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। তবে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্মিথ-হেডরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। লাহোরে বৃষ্টির শঙ্কা থাকায় জবাব দিতে নেমে দ্রুত রান তুলতে থাকেন অজিরা।

১২.৫ ওভার ব্যাটিং করে তুলে ফেলেছে ১ উইকেটে ১০৯ রান। এরপরই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। যে কারণে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার স্টিভেন স্মিথ (১৯) ও ট্রাভিস হেডকে (৫৯)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩৭.১ ওভারে ১৬৫ রান।

বিজ্ঞাপন

এর আগে জীবন পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি ওপেনার ম্যাথিউ শর্ট। ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।  ওয়ানডে ম্যাচে ফলাফল বের করতে আনতে হলে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ২০ ওভার খেলা হতে হবে। ২০ ওভারে অস্ট্রেলিয়াকে করতে হতো ১২৩ রান।

আরও পড়ুন

কিন্তু বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়ার। এতে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে অজিদের। আর আফগানিস্তানের পয়েন্ট তিন। কাগজে-কলমে আফগানরা টিকে রইলেও, তাদের জন্য সেমিফাইনাল খেলাটা অনেক কঠিন।

কারণ, সমান তিন পয়েন্ট দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে তারা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আফগানদের সেমিফাইনাল খেলতে হলে প্রোটিয়াদের বড় ব্যবধানে হারতে হবে ইংলিশদের কাছে। দক্ষিণ আফ্রিকার বর্তমান রানরেট ২ দশমিক ১৪০, আর আফগানদের রানরেট -০.৯৯০। 

ক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড যদি আগে ব্যাট করতে ৩০০ রান করে। আর দক্ষিণ আফ্রিকা যদি ২০৭ রানে তাদের কাছে হেরে যায় তাহলে সেমিফাইনাল খেলতে পারবে আফগানিস্তান। যা অনেকটাই কঠিন। এখন ইংল্যান্ড ম্যাচের ফলাফল কি হয় সেটাই দেখার বিষয়।

আরটিভি/ এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission