ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বিদায় বেলায় সাকিবকে নিয়ে যা বললেন হান্নান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ মার্চ ২০২৫ , ০৭:১৮ পিএম


loading/img
ছবি: ফেসবুক

সদ্য শেষ হওয়া বিপিএলের মাঝ পথেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। গতকাল বিসিবিতে শেষ কর্ম দিবস ছিল এই সাবেক ক্রিকেটারের। দীর্ঘ এক বছরের জার্নিতে সুনামের সঙ্গেই নিজের দায়িত্ব পালন করেছেন তিনি।  

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজের শেষ কর্ম দিবসের পর রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিওতে নির্বাচক হিসেবে নিজের পাওয়া না- পাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ভিডিওতে হান্নান বলেন, সাকিবের সঙ্গে হয়তো কখনো এক দলে বা একসঙ্গে খেলা হয়নি। ও যখন শুরু করেছে আমার তখন শেষের দিকে ছিল। এক দলে ম্যানেজার বা কোচ হিসেবে কখনও থাকা হয়নি। এক সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। তবে জাতীয় দলের নির্বাচক হিসেবে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল শেষ এক বছরে। বিদায়ের সময় সাকিবের সঙ্গে সম্পর্কটা একটা প্রাপ্তি বলতে পারি।

বিজ্ঞাপন

গত বছর সেপ্টেম্বর দেশের মাটিতে থেকে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। কিন্তু তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। যেটা নিজের ব্যর্থতা বলে মনে করছেন এই নির্বাচক।

আরও পড়ুন

তার ভাষ্য, সাকিবের সঙ্গে আমি এক বছর খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। একজন জাতীয় দলের সিলেক্টর হিসেবে এটা আমার প্রাপ্তি যেমনটা রয়েছে, অপ্রাপ্তি রয়েছে আগেও বললাম যে মাঠ থেকে বিদায় নিতে পারিনি সে।

সাকিবকে তিনি আরও বলেন, মন চাইলেই বলতে পারি না যে, আমাদের একজন সাকিব আল হাসান তৈরি হবে। এখনো পর্যন্ত আমি বয়স ভিত্তিক দলে কাজ করেছি ৮ বছর। ন্যাশনাল টিমের সিলেক্টর ছিলাম এক বছর। সাকিব আল হাসান একজনই।

নির্বাচকের পদ থেকে সরে যোগ দিয়েছেন কোচিং পেশায়। আসন্ন ডিপিএলে আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |