১৮৭৭ সালের ১৫ মার্চ থেকে মেলবোর্নে টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। নানা রেকর্ড ও ইতিহাসের পর দেড়শ বছর পূর্তির অপেক্ষায় টেস্ট ক্রিকেট। দিবারাত্রি টেস্ট দিয়ে এই ঐতিহাসিক ম্যাচটি রাঙাতে চায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
২০২৭ সালে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকীতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১১-১৫ মার্চ ঐতিহাসিক ম্যাচটি হবে দিবারাত্রির। মঙ্গলবার (১১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
গত মাসের শুরুতে নারীদের অ্যাশেজ দিবারাত্রির টেস্টের পর মেলবোর্নের ভেন্যুতে প্রথমবারের মত দিবারাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নবনিযুক্ত প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্টটি ক্রিকেটের অন্যতম বড় ইভেন্টগুলির মধ্যে একটি হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, এই মৌসুমে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের দুই বছরের মধ্যে ঐতিহাসিক টেস্টের আকর্ষণ অনেকখানি বেড়ে যাবে। ঐতিহাসিক উপলক্ষটি যত এগিয়ে আসছে আমরা সেটি উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
এই বছরের নভেম্বরে অ্যাশেজ সিরিজে পাঁচ টেস্টের জন্য ইংল্যান্ডকে আতিথেয়তা দিবে অস্ট্রেলিয়া। ২০২৭ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের সিরিজের পর দেড়শ বছর পূর্তির টেস্ট অনুষ্ঠিত হবে।
এর আগে ১৯৭৭ সালে টেস্ট ক্রিকেটের ১’শ বছর পূর্তিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশেষ ম্যাচ আয়োজন করা হয়। গ্রেগ চ্যাপেলের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ৪৫ রানে হারায় টনি গ্রেগের ইংল্যান্ডকে।
আরটিভি/এসআর