আর মাত্র ১০ দিন পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল। এই সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিশিয়ালদের তালিকায় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নেই বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের নাম।
বুধবার (৯ এপ্রিল) বিসিবির মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
আগামী ২০ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। যেখানে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড মুন। আর অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেলব্রো ও রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের তানভীর আহমেদ।
তিন দিন বিরতির পর ২৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড মুন। আর অনফিন্ডে রিচার্ড ইলিংওয়ার্থ সঙ্গে থাকবেন কুমার ধর্মসেনা। আর টিভি আম্পায়ারিংয়ে থাকবেন রিচার্ড ক্যাটেলব্রো। এ ছাড়াও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের সোহেল গাজী।
২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তখন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুধুমাত্র পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়। এবার সেই স্থগিত টেস্ট সিরিজটি আয়োজন করছে বিসিবি।
সিলেট টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রিভর গওয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ন্যাশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর ন্যাউচি, তাফাদজওয়া চিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।
আরটিভি/এসআর/এআর