ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আন্দোলনের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি নিয়ে যে ব্যাখ্যা দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ১২:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব থাকায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছিল, কানাডায় সাফারি পার্কে ঘুরতে যাওয়া একটি ছবি পোস্ট করা নিয়ে। পুরো দেশ যখন আন্দোলনে উত্তাল, তখন সেই ছবি ফেসবুকে দিয়েছিলেন সাকিবের স্ত্রী শিশির। 

বিজ্ঞাপন

এ বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন দেশসেরা এই ক্রিকেটার। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনের সময় কেনও নীরব ভূমিকা নিয়েছিলেন ও সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি পোস্ট করার ব্যাখ্যা দিয়েছেন।

সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি নিয়ে সাকিবের ভাষ্য, সত্যি বলতে, আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে গেলাম, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা। আমি নিজে এটি পোস্ট করিনি। তবুও, আমি এর দায়ভার নিচ্ছি। এটা একটা পূর্বপরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

‘এখন বুঝতে পারছি, হ্যাঁ, একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি এটা স্বীকার করছি। তবে আমার মনোযোগ সব সময় ক্রিকেটের দিকে ছিল—সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও। আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি। আমাকে সবসময় বলা হয়েছে, শুধু ক্রিকেট খেলো। তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি।’

বিজ্ঞাপন

সাকিবের সেই ছবিটি এমন সময় প্রকাশ হয়, যে সময় সারাদেশে ছাত্রদের উপর গুলি করা হচ্ছিলো। তাই এটি মেনে নিতে পারেনি দেশের ছাত্র-জনতা। ছবিটির প্রতিক্রিয়া নিয়ে সাকিব বলেন, সত্যি বলতে, আমি ভাবিনি এটা (ছবিটা) এত ছড়িয়ে পড়বে। প্রতিক্রিয়া শুরু হওয়ার পর, আমি বুঝতে পেরেছিলাম পরিস্থিতি কতটা গুরুতর। অনেকে আমাকে বলেছে, ওই সময়ে ওই ছবি দেখে তারা কষ্ট পেয়েছে। 

তিনি আরও বলেন, এখন বুঝতে পারছি, ওটা একটা ভুল ছিল। এমনকি অন্যরাও একই রকম জিনিস পোস্ট করলেও, আমারটা বেশি মনোযোগ পেয়েছে। এটা হয়তো আমি বলেই হয়েছে। তবে আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |