এদের মিলিতা ও কারবাহালদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়ায় চলতি মৌসুমে রিয়ালের রক্ষণভাগ দুর্বল হয়ে পড়েছে। যা ফলে জয়ের খুব কাছে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
তাই সেমিফাইনালের টিকিট পেতে হলে দ্বিতীয় লেগে জয়ের বিকল্প নেই। শুধু জিতলেই হবে না, আর্সেনালের দেওয়া ৩-০ লিডকে পাড়ি দিতে হবে। দলটি রিয়াল মাদ্রিদ বলেই এখনও স্বপ্ন দেখছে দর্শকরা। আর সেই প্রত্যাবর্তনের গল্প লিখতে রাতে মাঠে নামবে ভিনি-রদ্রিগোরা।
বুধবার (১৬ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে গানারদের আতিথেয়তা দিবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
আর্সেনালের বিপক্ষে প্রথম লেগ মিস করেছিলেন চৌয়ামেনি। তবে ঘরের মাঠে দ্বিতীয় লেগে দেখা যাবে এই ফরাসি তারকাকে। অন্যদিকে স্কোয়াড থেকে বাদ পড়েছেন কামাভিঙ্গা।
দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ স্কোয়াড:
গোলরক্ষক: কোর্তোয়া, ফ্রাঁ গঞ্জালেজ, সার্জিও মেস্ত্রে।
ডিফেন্ডার: আলাবা, লুকাস ভাসকেস, ভ্যালেজো, ফ্রাঁ গার্সিয়া, রুডিগার, অ্যাসেনসিও।
মিডফিল্ডার: বেলিংহ্যাম, ভালভার্দে, মদ্রিচ, চৌয়ামেনি, আরদা গুলার, সেবেলোস।
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এমবাপ্পে, রড্রিগো, এন্ড্রিক, ব্রাহিম।
আরটিভি/এসআর/এস