ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

হারের সব দায় নিজের ওপর নিলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ১০:২৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সবশেষ ২০১৮ সালের ৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ে। এরপর বেশ কয়েকবার দেখা হলেও নিজেদের সেরাটা দিতে পারেনি রোডেশিয়ানরা। তবে এবার লড়াই করার মতো প্রস্তুতি নিয়েই বাংলাদেশে পা রেখেছে বলে জানিয়েছিলেন শন উইলিয়ামস। সিলেটে ব্যাটে-বলে পারফরম্যান্স করে তার কথাকে বাস্তবে রূপ দিয়েছে সতীর্থরা।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আজকের ম্যাচ নিয়ে যদি প্রশ্ন করা হয়, ব্যক্তিগতভাবে আমি বলবো আজকের ম্যাচটা আমি হারিয়েছি। কারণ সকালে আমার ওই আউটটাতে পুরা খেলা নষ্ট হয়ে গেছে।’  

বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, ‘একটা ভালো পার্টনারশিপ করতে পারলে, ২০০ বা ২২০ রান করতে পারলে আমরা ম্যাচটা জিততে পারতাম। তাই সবার দিকে যেতে চাই না। কারণ খুব বাজে বলে আমি আউট হয়েছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মুজারাবানি ভালো বল করেছে, এটা মানতে হবে। লম্বা মানুষের একটা অ্যাডভানটেজ তো থাকে। যেহেতু ভালো বল করছিল, আমাদের দায়িত্ব ছিল তার ব্যাপারে প্ল্যান করে দেখে শুনে খেলা। আমরা কিছু সময় সেই প্ল্যানটা করে খেলতে পারিনি।’

আরও পড়ুন

উল্লেখ্য, চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ২৮ এপ্রিল। প্রথম ম্যাচে যে সব ভুল হয়েছে সেগুলো চিহ্নিত করে আগামী ম্যাচে যাতে ভালো করা যায় সেদিকে লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের।

আরটিভি/এসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |