ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিসিবির দায়িত্বে যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আহ্বান জানালেন তামিম

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ০৩ মে ২০২৫ , ০৪:২৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হলো। দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।সেই সাথে যোগ্য প্রতিনিধি নির্বাচনের পক্ষে জোর দেন তামিম। চলতি বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগেই দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন দেশ সেরা এই ওপেনার। 

বিজ্ঞাপন

জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে শনিবার (৩ মে) উপস্থিত ছিলেন তামিম। এ সময় তিনি বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।’

তামিম আরও বলেন, ‘অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে ক্রিকেট বোর্ডে আসেন, তখন পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান।’

বিজ্ঞাপন

‘এমন অনেক জেলায় আমি কয়েকদিন আগে গিয়েছি, বরিশালেও গিয়েছি এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি’, আরও যোগ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। 

ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে যাওয়া সংগঠকদের উদ্দেশ্যে তামিমের বার্তা, ‘সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসার প্রয়োজন নেই।’

আরও পড়ুন

উল্লেখ্য, সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।এছাড়া অনুষ্ঠানে সাবেক সাফজয়ী ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, ক্রীড়াঙ্গনের সাবেক খেলোয়াড় ও সংগঠকেরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |