আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ০১:৪১ পিএম


ওয়েস্ট ইন্ডিজ দল
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। আইপিএল নিয়ে ব্যস্ত থাকার কারণে শিমরন হেটমেয়ারকে দলে পাচ্ছে না উইন্ডিজ। স্কোয়াডে ফিরেছেন জুয়েল অ্যান্ড্রু।  

বিজ্ঞাপন

দুই দেশের সাথে হওয়া এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন শাই হোপ। ইনজুরি সেরে দলে ফিরেছন  শামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ড। অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা আমির জাঙ্গু জায়গা করে নিয়েছেন দলে।   

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ মাঠে গড়াবে ২১ মে। ওয়েস্ট ইন্ডিজ দল আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানে নবম স্থানে আছে। কোচিং প্যানেলেও কিছু পরিবর্তন এনেছে উইন্ডিজ দল। বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে রবি রামপালকে। এছাড়া আয়ারল্যান্ড সফরে আইরিশদের সাবেক অলরাউন্ডার কেভিন ও'ব্রায়েনও  থাকছেন কোচিং প্যানেলে।   

বিজ্ঞাপন

আয়ারল্যান্ড সফর শেষ করে ক্যারিবীয়রা যাবে ইংল্যান্ডে। ২৯ মে এজবাস্টনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ওয়ানডে সিরিজ শেষ করে ইংলিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মূুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। তবে টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি ক্যারিবিয়ানরা।

আরও পড়ুন

ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জেডন সিলস ও রোমারিও শেফার্ড। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission