আইপিএলে একের পর এক রেকর্ড করেই যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। এই বয়সে এসেও রেকর্ড করা যেনো তার কাছে ব্যাপারই না। বুধবার (৭ মে) কলকাতার বিপক্ষে দুইটি উইকেটে অবদান রেখে আইপিএলের প্রথম উইকেটকিপার হিসেবে ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন ধোনি।
নুর আহমাদের এক ওভারে সুনিল নারাইন ও আঙ্কৃশ রাঘুভানশির উইকেটে নেওয়ার ক্ষেত্ররে অবদান রাখেন ধোনি। প্রথমে নারিনকে স্টাম্পিং করেন এরপর রাঘুভানশির ক্যাচ তুলে নেন তিনি। আর তাতেই প্রথম উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ২০০ ডিসমিসালের মাইলফলকের মালিক হলেন ভারতের এই সাবেক অধিনায়ক।
২৬৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন ধোনি। ২০০ ডিসমিসালের মধ্যে ক্যাচ ১৫৩টি, স্টাম্পিং ৪৭টি। তার ধারেকাছে আর কোনও উইকেটরক্ষক নেই। ১৭৪ ডিসমিসাল নিয়ে দুইয়ে আছেন দিনেশ কার্তিক। ১১৩ ডিসমিসাল নিয়ে তিনে আছেন ঋদ্ধিমান সাহা।
এখনও ক্রিকেট খেলে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে ধোনির পরে আছেন রিশভ পন্ত। ১১২ ইনিংসে তার ডিসমিসাল ১০০টি।
ধোনির মাইলফলকের দিন জয় পেয়েছে চেন্নাই সুপার কিংসও। আইপিএলের এবারের আসর থেকে অনেক আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে চেন্নাইয়ের। ১২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে ধোনি।
আরটিভি/এসকে