পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের উত্তেজনা ক্রমশ বেড়েই চলছেই। সবশেষ রাওয়ালপিন্ডির স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। যে কারণে ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। সেই নিরাপত্তার জন্য টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পিসিবি এক ঘোষণায় জানিয়েছে, মৌসুমের বাকি আট ম্যাচের সূচি ও ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।
বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা নাহিদ রানার পেশোয়ার জালমির। তার আগে স্টেডিয়াম চত্বরে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর পিসিবি জরুরি মিটিং করে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয়।
ওই মিটিংয়ে লিগের বিদেশি খেলোয়াড়রাও ছিলেন। তারাই লিগ আমিরাতে স্থানান্তরের ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে অনুরোধ করেন।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিদেশি খেলোয়াড়রা ইতোমধ্যে পাকিস্তান ছেড়ে আমিরাতের পথে। সেখানে তারা লিগের বাকি ম্যাচগুলো খেলবে। বাকি ম্যাচের সূচি নির্ধারণে পিসিবি কাজ করছে। তাই পরের ম্যাচ শুরু হতে কয়েক দিন সময় লেগে যেতে পারে।
আসল সূচি অনুযায়ী বাকি ম্যাচগুলোর চারটি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে, একটি মুলতানে ও শেষ তিনটি লাহোরে।
আমিরাতে পিএসএলের আসর নতুন কিছু নয়। ২০১৬ সালে এই দেশে শুরু হয়েছিল টুর্নামেন্টের পথচলা। ২০১৭ সালে দ্বিতীয় আসরও বসেছিল দেশটিতে। করোনা মহামারির কারণে ২০২১ সালের কিছু অংশের খেলা হয়েছিল আমিরাতে।
আরটিভি/এসআর