আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাতক্ষীরা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ০৬:৫৭ পিএম


আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাতক্ষীরা
ভলিবল। ছবি: সংগৃহীত

১২টি জেলা দল নিয়ে গত শনিবার শুরু হয়েছিল আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা। ফাইনাল ম্যাচে রাজশাহী জেলাকে ৩-০ সেটে হারিয়েছে তারা। আর যশোরকে ৩-০ সেটে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে চট্টগ্রাম। 

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথম দুই সেটে কিছুটা সহজেই জয় পায় সাতক্ষীরা। প্রথম সেট ২৫-১৬ ও দ্বিতীয় সেট ২৫-১৫ পয়েন্টে জিতে সাতক্ষীরা। 

তবে তৃতীয় সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে রাজশাহী। ম্যাচে ফিরতে অনেক চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তাদের। ২৫-২৩ পয়েন্টে তৃতীয় সেট জিতে শিরোপা উৎসবে মাতে সাতক্ষীরার মেয়েরা।

বিজ্ঞাপন

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিটু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভলিবল উপ-কমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি ও জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ক্রীড়া সাজিয়া আফরিন। 

সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এ্যাডহক কমিটির সহ-সভাপতি মো. মাছুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম ও মহিলা ভলিবল উপ-কমিটির সম্পাদক আমিরুল হোসেন আপন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission