নতুন চুক্তিতে যেসব সুবিধা পাবে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৮ মে ২০২৫ , ১২:১৯ পিএম


লামিনে ইয়ামাল
ছবি: সংগৃহীত

দিন যত গড়াচ্ছে লামিনে ইয়ামাল নিজেকে আরও পরিণত করছেন। তাই তরুণ এই উইঙ্গারের দিকে আরও বেশি ক্লাবের নজর পড়ছে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে আগ্রহ দেখাচ্ছে ইউরোপের অনেক বড় ক্লাব। তবে বার্সেলোনাতেই নিজের ভবিষ্যৎ গড়তে চান ইয়ামাল। সেই সাথে বার্সেলোনা ক্লাবটিও তাকে যে কোনও মূল্যে ধরে রাখতে রাজি। 

বিজ্ঞাপন

স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো এবং দিয়ারিও স্পোর্ত জানায়, ইয়ামাল বার্সার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে নতুন চুক্তিতে সই করবেন খুব শীঘ্রই। 

ইয়ামাল গত ডিসেম্বর থেকে বলে আসছেন, তিনি বার্সেলোনাতেই থাকতে চান। বার্সাও নানা সময়ে ইঙ্গিত দিয়েছে, ইয়ামালকে তারা ছাড়তে চায় না। এমনিতেই ইয়ামালের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে বার্সার। দুই পক্ষের বন্ধনটা অটুট রাখতে এবার চুক্তির মেয়াদ আরও বাড়ানো হচ্ছে।

বিজ্ঞাপন

বার্সেলোনার তোরে মেলিনা হোটেলে ইয়ামালের এজেন্ট জর্জ মেন্দেসের সঙ্গে দেখা করেছেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা এবং ক্রীড়া পরিচালক ডেকো। আলোচনাটি ফলপ্রসূ হয়েছে এবং দুই পক্ষ প্রায় সব বিষয়ের ওপর ঐকমত্যে পৌঁছেছে।

চুক্তি হলে ইয়ামাল হবেন বার্সেলোনা ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। বর্তমানে বার্সার সর্বোচ্চ আয় করা খেলোয়াড় হচ্ছেন রবার্ট লেভানদোভস্কি। তিনি সাপ্তাহিক ৬ লাখ ৪০ হাজার ৯৬২ ইউরো আয় করেন। আর ইয়ামালের বর্তমান আয় মাত্র ৬৪ হাজার ৩৮ ইউরো। আগামী ১৩ জুলাই ইয়ামালের বয়স ১৮ বছর পূর্ণ হলে তার পারিশ্রমিক বাড়ার কথা। তবে নতুন চুক্তিতে তার পারফরম্যান্স অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ করা হচ্ছে। 

২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮টি গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৫টি গোল। 

বিজ্ঞাপন

নতুন চুক্তিতে বিশেষ কিছু শর্ত থাকছে। ২০৩১ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো ছাড়াও, এই সময়ের মধ্যে ইয়ামাল যদি ব্যালন ডি’অর জিততে পারেন, তাহলে মোটা অঙ্কের বোনাস পাবেন। তবে রিলিজ ক্লজ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগে যা ১০০ কোটি ইউরো নির্ধারিত ছিল, তা আবার পর্যালোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

উয়েফা নেশনস লিগ সামনে রেখে শিগগিরই জাতীয় দলে যোগ দেবেন ইয়ামাল। এর পর ছুটিতে যাবেন তিনি। এর আগেই বার্সা এই চুক্তির প্রক্রিয়া শেষ করতে চায়। কারণ ১৮ বছর পূর্ণ হলে আইনি ও চুক্তিগত কিছু জটিলতা তৈরি হতে পারে বলে  ক্লাবটি আশঙ্কা করছে।

আরও পড়ুন

 

প্রসঙ্গত, ক্লাব সভাপতি লাপোর্তাকে কোচ ফ্লিক যে দীর্ঘমেয়াদি প্রকল্পের পরিকল্পনা জমা দিয়েছিলেন, তাতে সম্মুখ সারিতেই আছেন ইয়ামাল। এখন ইয়ামালকে ছাড়া একাদশ কল্পনাই করা যায় না। এই কোচের দীর্ঘমেয়াদি প্রকল্পে ইয়ামালকে সামনে রেখেই এগোতে চায় বার্সা। তাই তরুণ এই উইঙ্গারকে যেকোনো মূল্যে ধরে রাখতে চুক্তি করছে স্পেনের ক্লাবটি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission