চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে শট নেওয়ার সময় দুবার বলে পা স্পর্শ করে হুলিয়ান আলভারেজের। যার ফলে তার গোলটি বাতিল করে রেফারি। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
তাই পেনাল্টির নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়েছে ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি। নতুন নিয়ম অনুসারে, অনিচ্ছাকৃত দুবার বলে পা লাগলে তাহলে নতুন করে আবার শট নেওয়ার সুযোগ পাবেন তিনি।
বুধবার (৪ জুন) থেকে এই নিয়ম কার্যকর হবে জানিয়েছে সংস্থাটি। নেশনস লিগে রাতে জার্মানির মুখোমুখি পর্তুগাল। এই ম্যাচ থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।
এক বিবৃতিতে আইএফএবি বলেছে, এই পরিস্থিতি বিরল। যেহেতু এটি ধারা ১৪-তে সরাসরি উল্লেখ নেই, তাই রেফারিরা সাধারণত কিকপ্রদানকারীর বিরুদ্ধেই সিদ্ধান্ত দিয়ে থাকেন। তবে, ধারা ১৪-এর এই অংশ মূলত সেই পরিস্থিতির জন্য প্রযোজ্য, যেখানে পেনাল্টি নেওয়া খেলোয়াড় অন্য কোনো খেলোয়াড় বল ছোয়ার আগেই ইচ্ছাকৃতভাবে বলটি দ্বিতীয়বার স্পর্শ করে।
অবশ্য মাদ্রিদে পেনাল্টি কিক এবং পেনাল্টি শুটআউট সংক্রান্ত ফুটবল আইনের প্রয়োগকে যথাযথ বলেই দেখা হচ্ছে। যদিও আইনের ভাষা অত্যন্ত অস্পষ্ট ছিল। ঘটনাটি অনেকেই অন্যায় মনে করেছেন। কারণ, আলভারেজ ইচ্ছাকৃতভাবে পা পিছলে দ্বিতীয়বার বলে স্পর্শ করেননি।
নতুন নিয়ম অনুসারে, এখন থেকে যদি দুর্ঘটনাবশত দ্বিতীয় স্পর্শের পর কোনও পেনাল্টি গোল হয়, তাহলে সেটি পুনরায় নেওয়া হবে। যদি দ্বিতীয় ছোঁয়ায় পেনাল্টি থেকে গোল না হয়, তখন অবশ্য সেটি পুনরায় নেওয়া হবে না।
আর শুটআউটে এই ধরনের পেনাল্টি ‘ব্যর্থ’ হিসেবে গণ্য হবে এবং নিয়মিত সময় বা অতিরিক্ত সময়ে তখন প্রতিপক্ষ দলকে একটি ফ্রি কিক দেওয়া যেতে পারে।
আরটিভি/এসআর/এস