ফুটবলে অধিনায়কের কাঁধে চাপ থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেই চাপ যখন ব্যক্তি ও পরিবারের শান্তি নষ্ট করে, তখন তা হয়ে ওঠে হিংস্র। নেশনস লিগের ফাইনালে পর্তুগালের বিপক্ষে পেনাল্টি মিসের পর এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন স্পেন অধিনায়ক আলভারো মোরাতা।
ম্যাচ হারের পর সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়ায়, মোরাতাকে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। এই ঘটনায় সোচ্চার হয়েছেন তার স্ত্রী অ্যালিস ক্যাম্পেলো। ইনস্টাগ্রামে হুমকির বার্তার ছবি পোস্ট করে তিনি প্রশ্ন তোলেন, “এটা কি শুধু একটা ফুটবল ম্যাচ না? আমরা কি মানুষকে সম্মান করতে ভুলে গেছি?”
ম্যাচে মোরাতার পেনাল্টি মিসই স্পেনের বিদায়ের কারণ হয়, যেখানে টাইব্রেকারে পর্তুগাল ৫-৩ গোলে জয় পায়। ক্যাম্পেলো বলেন, “খেলাধুলার সৌন্দর্যই এর অনিশ্চয়তায়, কিন্তু সেটার জন্য কাউকে হুমকি দেওয়া কি গ্রহণযোগ্য?”
তিনি আরও বলেন, “ভুল থেকে শেখা দরকার, সমালোচনা জরুরি—তবে তা যেন কখনও মানবতাবিরোধী না হয়। আমরা সবাই মানুষ, সম্মান দেখানো শিখতে হবে।”
প্রসঙ্গত, মোরাতা আগেও মানসিক স্বাস্থ্যের বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের শেষ সময়ে মানসিক চাপে ভুগেছেন তিনি, এরপর এসি মিলান হয়ে বর্তমানে গ্যালাতাসারাইয়ে খেলছেন।
পর্তুগালের এই জয়ে তারা নেশনস লিগের সর্বোচ্চ দুইবারের চ্যাম্পিয়ন হলো। স্পেন ও ফ্রান্স একবার করে শিরোপা জিতেছে।
আরটিভি/এসকে