শ্রীলঙ্কায় এশিয়ান জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশের তাহসিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ১২:৩০ পিএম


তাহসিন তাজওয়ার জিয়া
ছবি: সংগৃহীত

তাহসিন তাজওয়ার জিয়ার এই সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের দাবা অঙ্গনের জন্য এক বড় অর্জন। আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উঁচু করে তিনি আবারও প্রমাণ করলেন যে, বাংলাদেশের দাবাড়ুরা প্রতিভায় পিছিয়ে নেই।  

বিজ্ঞাপন

বিশেষ করে র‍্যাপিড দাবার মতো চটপটে ও চাপযুক্ত ফরম্যাটে ৬ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে চমৎকার কৃতিত্ব। ভারতের মতো দাবায় শক্তিশালী দেশের প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়াও কম বড় কথা নয়।

র‍্যাপিড দাবার সংক্ষিপ্ততম এক ফরম্যাট। স্বল্প সময়ের মধ্যে একদিনেই একাধিক রাউন্ড খেলা হয়। তাহসিন সাত রাউন্ডের মধ্যে পাঁচটিতে জয় ও দু'টোতে ড্র করে। র‍্যাপিড দাবায় বাংলাদেশের আরেক দাবাড়ু সাকলায়েন মোস্তফা সাজিদ পাঁচ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন। মহিলা বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার ওয়াদিফা আহমেদ ৩ পয়েন্ট পেয়ে ৩৬তম হয়েছেন। 

বিজ্ঞাপন

শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র স্ট্যান্ডার্ড দাবা অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্ট খেলতেই মূলত বাংলাদেশের তিন পুরুষ ও এক মহিলা দাবাড়ু গিয়েছিলেন। ঐ প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম, তাহসিন তাজওয়ার নবম ও ফিদে মাস্টার সাজিদ ১৯ তম হন। মহিলা বিভাগে ওয়াদিফা আহমেদ ১৬ তম হন৷ 

আরও পড়ুন

তাহসিনের এই জয় জুনিয়র পর্যায়ে আরও দাবাড়ুকে অনুপ্রাণিত করবে। একইসঙ্গে, এটি দাবায় সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবিও রাখে। জাতীয়ভাবে তার এই অর্জনের যথাযথ স্বীকৃতিও প্রয়োজন। আরও দৃষ্টিনন্দন বিষয়—বাংলাদেশের একাধিক দাবাড়ু আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন এবং নিয়মিত ভালো করছেন। এটা ভবিষ্যতের জন্য এক ইতিবাচক বার্তা।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission