পোল্যান্ড জাতীয় দলে বড় রদবদল। দলের সবচেয়ে বড় তারকা রবার্ট লেভানডফস্কি জাতীয় দলের হয়ে না খেলার ঘোষণা দেওয়ার পরই পদত্যাগ করলেন প্রধান কোচ মিখাইল প্রোবিয়ার্জ। বুধবার (১২ জুন) পোলিশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
লেভানডফস্কি জানিয়েছিলেন, প্রোবিয়ার্জ যতদিন কোচ থাকবেন, ততদিন আমি জাতীয় দলের হয়ে খেলব না। এরপরই সমালোচনার মুখে পড়েন কোচ। অবশেষে জাতীয় দলের ‘ভবিষ্যতের কথা চিন্তা করে’ দায়িত্ব ছেড়ে দেন তিনি।
এক বিবৃতিতে প্রোবিয়ার্জ বলেন, এটি আমার পেশাগত স্বপ্ন ছিল। তবে জাতীয় দলের স্বার্থে আমি সরে দাঁড়াচ্ছি। প্রোবিয়ার্জের অধীনেই ইউরো ২০২৪-এ উঠেছিল পোল্যান্ড, কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা।
এর আগে অধিনায়কত্ব থেকে সরানো এবং দলে অবহেলার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন লেভা। জানান, কোচের ওপর তার আস্থা নেই।
পোল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা লেভানডফস্কি (১৫৮ ম্যাচে ৮৫ গোল) এখনো জাতীয় দলে খেলতে আগ্রহী, তবে তা নির্ভর করছে নতুন কোচ কে হন তার ওপর।ফেডারেশনের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেতৃত্ব ও সামনের পথ ঠিক করা।
আরটিভি/এসকে