প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
যুক্তরাষ্ট্রে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আজ সোমবার (১৬ জুন) চেলসি খেলবে এলএ এফসির বিপক্ষে।
ফিফা ক্লাব বিশ্বকাপ
চেলসি-এলএ এফসি
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
বোকা জুনিয়র্স-বেনফিকা
পরের দিন ভোর ৪টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
আরটিভি/এসকে