ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল জয় দিয়ে। বুধবার (১৯ জুন) ফিলাডেলফিয়ায় উইদাদ কাসাব্লাংকার বিপক্ষে ২-০ গোলের জয়ে ‘জি’ গ্রুপে এগিয়ে গেল পেপ গার্দিওলার দল।
ম্যাচের ২ মিনিটেই ফিল ফোডেন দলের হয়ে প্রথম গোল করেন। ডোকুর পাস থেকে সাভিনিওর শট ফিরিয়ে দিলেও রিবাউন্ডে জাল খুঁজে পান ফোডেন। এরপর ৪২ মিনিটে ফোডেনের কর্নার থেকে জেরেমি ডোকু কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
তবে ম্যাচে অস্বস্তি তৈরি করে রিকো লুইসের লাল কার্ড। ৮৮ মিনিটে উইদাদের স্যামুয়েল ওবেংয়ের মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন তরুণ এই ডিফেন্ডার। ফলে পরবর্তী ম্যাচে আল আইনের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি।
গ্রুপ ‘জি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২৩ জুন) সকালে আল আইনের মুখোমুখি হবে সিটি। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে।
আরটিভি/এসকে