ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো আইপিএল। এবার সেই আইপিএলের জন্যই ৫৩৯ কোটি রুপি ক্ষতিপূরণ হবে বিসিসিআইকে। কোচি টাস্কার্স কেরালার চুক্তি বাতিলের মামলায় বিসিসিআইকে এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট।
২০১০ সালে আইপিএলে অন্তর্ভুক্ত হয় কোচি টাস্কার্স কেরালা। তবে বিতর্কিতভাবে সুযোগ পাওয়ার অভিযোগ উঠেছিল দলটির বিরুদ্ধে। ২০১১ আসরে অংশ নিলেও একই বছর সেপ্টেম্বরে তাদের সঙ্গে চুক্তি বাতিল করে আইপিএল কর্তৃপক্ষ।
মূলত, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফির ১০ শতাংশ, যার পরিমাণ প্রায় ১৫৬ কোটি রুপি। এই পরিমাণ অর্থ জমা না দেওয়ায় কোচির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
সেই সময় সংবাদমাধ্যমগুলোতে তখন জানানো হয়, মালিকানা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই বিলম্ব ঘটে। এটি নিয়ে মামলা করে ফ্রাঞ্চাইজিটি। এরপর ২০১৫ সালে এই মামলার জন্য আদালত যেসব সালিশকারীদের নিয়োগ দিয়েছিলেন, তাদের রায়ই এবার বহাল রাখা হয়েছে।
ওই রায়ে বিসিসিআইকে প্রাথমিকভাবে ৫৫০ কোটি রুপি জরিমানা করার কথা বলা হয়েছিল। যদিও সে সময় ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে অর্থের বদলে আইপিএলে ফেরার সুযোগ চাওয়া হয়েছিল। বিসিসিআই তখন আপিল করে, যার ফল এসেছে এখন।
এবার বোম্বে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে ৩৮৫ কোটি ৫০ লাখ রুপি এবং রন্দেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে ১৫৩ কোটি ৫৪ লাখ রুপি পরিশোধ করতে হবে বিসিসিআইকে। কোচি টাস্কার্স কেরালার মালিকানা ছিল এই দুই প্রতিষ্ঠানের হাতে।
বোম্বে হাইকোর্টের সর্বশেষ রায়ের বিরুদ্ধেও বিসিসিআই চাইলে আপিল করতে পারবে। এ জন্য তাদের হাতে সময় আছে ছয় সপ্তাহ।
আরটিভি/এসআর -টি