ঢাকাThursday, 14 August 2025, 30 Shrabon 1432

সোনালী অতীতের খোঁজে সাবেক ফুটবলারদের নিয়ে টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৩:২৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

হিল্লোল যুব সংঘের উদ্যোগে জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত সোনালী অতীতের খোঁজে শীর্ষক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

বিজ্ঞাপন

মিরপুর ১২ নম্বরে অবস্থিত ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে শুক্রবার (২০ জুন) টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। 

সোনালী অতীতের খোঁজে হিল্লোল এই শিরোনামে ৪০ ঊর্ধ্ব বয়সী জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে গড়া আটটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ২০০৩ সালের সাফজয়ী দলের সদস্য আলফাজ, কাঞ্চন, টিটু, বিপ্লব ভট্টাচার্যের মতো তারকা ফুটবলাররা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শামসুল আরিফ বিপু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ আহনেদ দীপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ ও কায়সার হামিদ।

উদ্বোধনী ম্যাচে পল্লবী প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতিকে ১-০ গোলে হারিয়েছে প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে লালবাগ সোনালী অতীতকে একই ব্যবধানে হারিয়েছে নারায়ণগঞ্জ সোনালী অতীত।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |