ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

দলবদলে ইতিহাস গড়ে লিভারপুলে ফ্লোরিয়ান উইর্টজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৯:০০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

দলবদলের বাজারে নতুন ইতিহাস গড়েছে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন থেকে তরুণ মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে টেনেছে অলরেডরা যা ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ ট্রান্সফার ফি।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) লিভারপুলের ট্রেনিং গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাঁচ বছরের জন্য উইর্টজকে চুক্তিবদ্ধ করে ক্লাবটি। ২২ বছর বয়সী এই জার্মান তারকা খেলবেন ২০৩০ সাল পর্যন্ত।

মূল চুক্তির ফি ১০ কোটি পাউন্ড, তবে পারফরম্যান্স বোনাসসহ তা বাড়তে পারে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে। এতেই ছাড়িয়ে গেছে ক্লাবের আগের রেকর্ড ২০১৮ সালে ভার্জিল ফন ডাইককে দলে নিতে ব্যয় করা ৭৫ মিলিয়ন পাউন্ড।

বিজ্ঞাপন

উইর্টজকে দলে টানার দৌড়ে ছিল ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। তবে নিজেই লিভারপুলে খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ক্লাবে যোগ দিয়েই বলেন, গত মৌসুমে তারা প্রিমিয়ার লিগ জিতেছে। এবারও আমার লক্ষ্য একই। চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নও আছে। এই যাত্রা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।

২০১৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বুন্দেসলিগায় অভিষেক হয় উইর্টজের। এরপর ১৯৭ ম্যাচে ৫৭ গোল ও ৪৪ অ্যাসিস্ট করেন লেভারকুসেনের হয়ে। তিনি ছিলেন গত মৌসুমের সবচেয়ে প্রভাবশালী ড্রিবলারদের একজন।

উল্লেখ্য, ২০২৩ সালে চেলসি ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে এনজো ফের্নান্দেজকে কিনে রেকর্ড গড়েছিল। যা উইর্টজের ট্রান্সফারে ছাড়িয়ে যেতে পারে। এছাড়া চেলসি ময়সেস কাইসেদোর জন্য প্রাথমিকভাবে ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করলেও অ্যাড-অনসসহ তার ট্রান্সফার ফি ১১৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে।

বিজ্ঞাপন

উইর্টজের প্রতি ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো আগ্রহ ছিল। তবে নিজেই লিভারপুলে খেলার ইচ্ছা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |