ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

হেডিংলি টেস্ট

তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভারতের রানবন্যা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৭:১৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

হেডিংলি টেস্টে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছিল ভারত। সেই ধারাবাহিকতা ধরে রেখে প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন জয়সাওয়াল, শুভমান ও ঋষভ পান্ত। আর এই তিন সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে পাহাড় সমান ৪৭১ রানের পুঁজি পেয়েছে ভারত।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন শুভমান গিল ও পান্ত। আগের দিন ১২৭ রানে অপরাজিত থাকা গিল ১৪৭ রান করে  বশিরের বলে ক্যাচ আউট হন। তবে অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন পান্ত।

কিন্তু ১৩৪ রান করে সাজঘরে ফিরেন পান্ত। এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা। শার্দুল ঠাকুর (১), জাসপ্রিত বুমরাহ (০), রবিন্দ্র জাদেজা (১১) ও প্রসীদ্ধ কৃষ্ণা ১ রানে আউট হলে ৪৭১ রানে অলআউট হয় ভারত।

বিজ্ঞাপন

এর আগে, প্রথমদিনে ৮৫ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৩৫৯ রান তুলেছিল ভারত। পান্ত ৬৫ রানে এবং ১২৭ রানে অপরাজিত ছিলেন শুভমান গিল। 

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |