তানভীরের ঘূর্ণিতে সমতায় ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ১০:৫০ পিএম


বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টেস্টে লজ্জাজনক হারের পর ওয়ানডেতে লঙ্কানদের দেখে নেওয়ার চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু, প্রথম ওয়ানডেতেই ৭৭ রানে হেরে গিয়ে বড় ধরনের ধাক্কা খায় টাইগাররা। তবে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল তারা। হৃদয় ও ইমনের জোড়া হাফ-সেঞ্চুরি এবং তানভীরের দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ফলে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা।

বিজ্ঞাপন

   ।

শনিবার (৫ জুলাই) টস জিতে আগে ব্যাট করে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও ওপেনার পারভেজ হোসেন ইমন ৬৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে পথ দেখান। তাওহীদ হৃদয়ও ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এ ছাড়া তানজিম হাসান সাকিব শেষ দিকে ২১ বলে অপরাজিত ৩৩ রান করে দলের স্কোর সমৃদ্ধ করেন।বাংলাদেশের ইনিংসে আসিথা ফার্নান্দো ৪টি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩টি এবং চামিরা ও আসালাঙ্কা একটি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬ রানেই পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউ করেন তানজিম সাকিব। এরপর তানভীর ইসলাম তার ঘূর্ণিতে মাদুশকা, কুশাল মেন্ডিস (৩১ বলে ৫০), ভেল্লালাগে ও থিকশানাকে ফিরিয়ে দেন।এক পর্যায়ে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় স্বাগতিকরা। তবে জানিথ লিয়ানাগে একাই লড়াই চালিয়ে যান। ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের খুব কাছে নিয়ে গেলেও মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফিরলে শেষ আশা হারায় লঙ্কানরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ শুরুতেই হারায় তানজিদ হাসান তামিমকে। এরপর শান্ত ও ইমন ৬৩ রানের জুটি গড়েন। শান্ত ৩০ রান করে ফিরলে ইমন ও হৃদয়ের ব্যাটে এগোতে থাকে স্কোরবোর্ড। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফেরেন মাত্র ৯ রান করে, টানা দ্বিতীয়বার ব্যর্থ হলেন তিনি। জাকের আলী ২৪ রান করে হৃদয়ের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন। তবে হৃদয় রান আউট হয়ে ফেরার পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে সাকিবের ৩৩ রানের ক্যামিও ইনিংসে ২৪৮ রান পর্যন্ত যায় দলটি।

বিজ্ঞাপন

১৬ রানের জয় বাংলাদেশের জন্য ছিল দরকারি আত্মবিশ্বাসের জোগান। সিরিজ এখন ১-১ সমতায়। ফাইনাল ম্যাচে দুই দলের জন্যই থাকবে সিরিজ জয়ের লড়াই।


আরটিভি/এসকে -টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission