এশিয়ান কাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। গৌরব উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আজ রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে নারী ফুটবলারদের সংবর্ধনা দেবে বাফুফে।
কিন্তু এই সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে নানা প্রশ্ন উকি দিচ্ছে বাফুফের দরজায়। বিশেষ করে সংবর্ধনার সময় নিয়ে, তবে বাফুফে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানায়নি।
কিন্তু বাফুফের একটি সূত্র থেকে জানা গেছে, দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার সকাল সাতটায় ভুটানের লিগ খেলতে ঢাকা থেকে রওনা দেবেন। এ কারণেই রাত আড়াইটায় এমন অভিনব ও অবাস্তব সংবর্ধনার ভাবনা।
বাফুফের দেওয়া তথ্যমতে, মিয়ানমার থেকে বাংলাদেশ নারী দল রোববার (৬ জুলাই) সন্ধ্যা সাতটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। রাত ৯টায় দলটি পৌঁছাবে ব্যাংকক। সেখান থেকে ১১টা ৫০ মিনিটে উড়াল দিয়ে ঢাকা পৌঁছাবে রাত ১টা ২৫ মিনিটে।
মেয়েরা ঢাকায় নামার সোয়া ঘণ্টা পর রাত আড়াইটায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই সংবর্ধনা নিয়েই ভোরে আবার ফ্লাইট ধরতে হবে ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে।
রাত আড়াইটার সংবর্ধনা এক অভিনব আয়োজন হলেও বাস্তবতা বিবেচনায়ও এটি প্রশ্নবিদ্ধ। এত রাতে সংবর্ধনায় কারা উপস্থিত থাকবেন বা কাদের উপস্থিত থাকার সুযোগ আছে, সেটারও কোনো ব্যাখ্যা দেয়নি বাফুফে।
মেয়েদের এত বড় সাফল্যের পর সাধারণ কোনো ফুটবলপ্রেমী সংবর্ধনায় উপস্থিত থাকতে চাইলে তিনি কী সেই সুযোগ পাবেন? এসব প্রশ্ন ছাপিয়ে একটা কথাই ঘুরেফিরে আসছে। এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়।
উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে বিধ্বস্ত করে শতভাগ জয় নিয়ে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।এতে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
আরটিভি/এসআর/এস