নিজের সাফল্য ক্যানসার আক্রান্ত দিদিকে উৎসর্গ করলেন আকাশদীপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০৯:৫০ এএম


আকাশদীপ
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের এজবাস্টনে যখন ভারতের জয় উদযাপিত হচ্ছে, তখন বিহারের সাসারামে অন্যরকম এক আবেগে ভাসছেন আকাশদীপের পরিবার। দ্বিতীয় টেস্টে স্বপ্নের স্পেলে ১০ উইকেট তুলে নেওয়ার পর নিজের সাফল্য ক্যানসার আক্রান্ত দিদিকে উৎসর্গ করলেন ভারতের উদীয়মান পেসার আকাশদীপ।

বিজ্ঞাপন

চেতেশ্বর পূজারার সঙ্গে ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই ডানহাতি পেসার। আকাশদীপ বলেন, সবচেয়ে বড় বিষয়, আমি কাউকে বলিনি এখনও আমার দিদি গত দুই মাস ধরে ক্যানসারে ভুগছেন। এখন অনেকটাই ভালো আছে, স্থিতিশীল। এই ম্যাচটা আমি দিদির মুখে হাসি ফোটানোর জন্যই খেলেছিলাম। আমি শুধু ওকে খুশি দেখতে চেয়েছিলাম।

আকাশ জানান, গত দুই মাসে মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। দিদির অসুস্থতা তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তাই এই পারফরম্যান্স দিদিকে উৎসর্গ করছেন বলেও জানান।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে আকাশ আরও বলেন, আমি কেবল পারফরম্যান্স দিয়ে তাকে খুশি করতে চেয়েছিলাম। আমরা সবাই তোমার পাশে আছি, দিদি।

সাক্ষাৎকারের এক পর্যায়ে হাতে বল তুলে নিয়ে আকাশ বলেন, বেহেন, ইয়ে তুমারে লিয়ে হ্যায়। (এই বলটা তোমার জন্য, দিদি)।

দ্বিতীয় টেস্টে ভারতের ৩৩৬ রানের দাপুটে জয়ের অন্যতম নায়ক ছিলেন আকাশদীপ। বুমরাহহীন বোলিং লাইনআপে বল হাতে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডের দুই ইনিংসেই ধস নামান তিনি। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ মোট ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে যান বিহারের এই পেসার। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিজের প্রথম আন্তর্জাতিক সফরে এমন পারফরম্যান্স যে কতটা বিশেষ, তা তো বলাই বাহুল্য। কিন্তু আকাশদীপ প্রমাণ করলেন সাফল্যের চেয়েও আবেগ, পরিবার এবং ভালোবাসার জয় অনেক বড়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission