ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট দলে রাহী

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৮ জুন ২০১৮ , ০৯:০৮ পিএম


ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট দলে রাহী

ওয়েস্ট ইন্ডিজের সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার ঘোষণা করা ১৫ সদস্যের এই দলে  অধিনায়ক হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। সাদা পোশাকের জন্য প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী। মুস্তাফিজুর রহমানসহ পাঁচ জনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। 

বিজ্ঞাপন

দলে অধিনায়ক হিসেবে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে গিয়ে পায়ে চোট পান বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ। সে কারণে চলতি মাসে ভারতের দেরাদুনেতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি কাটারমাস্টার খ্যাত এই তারকা। 

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের দেয়া পরামর্শ মেনে চললে দ্রুতই সেরে উঠবেন এই পেস বিস্ময়। আফগানদের বিপক্ষে দলের সেরা এই বোলার না থাকার বিষয়টি হারে হারে টের পেয়েছে টিম ম্যানেজমেন্ট। 

বিজ্ঞাপন

তিন ম্যাচের ওই সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বাড়ি ফিরলেও প্রথম ও তৃতীয় ম্যাচে মোট তিনটি উইকেট তুলে নিয়েছিলেন প্রথমবারের মতো সুযোগ পাওয়া ডান হাতি পেসার রাহী।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মেন্স করা এই ২৪ বছর বয়সী ফার্স্টক্লাস ক্রিকেটে ৬২ ম্যাটে ১৯২টি উইকেট নিয়েছেন।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

বিজ্ঞাপন

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস,  মুমিনুল হক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহাস, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হাসান শান্ত, শফিউল ইসলাম।

স্ট্যান্ড বাই 

মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসিন আরাফাত। 

একনজরে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরসূচি

দুই ম্যচের টেস্ট সিরিজ

২৮-২৯ জুন (প্রস্তুতি ম্যাচ) অ্যান্টিগো
০৪-০৮ জুলাই (প্রথম টেস্ট) অ্যান্টিগো
১২-১৬ জুলাই (দ্বিতীয় টেস্ট) জ্যামাইকা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

১৯ জুলাই (প্রস্তুতি ম্যাচ) জ্যামাইকা
২২ জুলাই (প্রথম ওয়ানডে) গায়ানা
২৫ জুলাই (দ্বিতীয় ওয়ানডে) গায়ানা
২৮ জুলাই (তৃতীয় ওয়ানডে) সেন্ট কিটস

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

৩১ জুলাই (প্রথম টি-টোয়েন্টি) সেন্ট কিটস
৪ আগস্ট (দ্বিতীয় টি-টোয়েন্টি) ফ্লোরিডা, আমেরিকা
৫ আগস্ট (তৃতীয় টি-টোয়েন্টি) ফ্লোরিডা, আমেরিকা

ওয়াই/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission