ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জিম্বাবুয়েকে নিয়ে যা বললেন শান্ত 

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৭:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ২০ এপ্রিল সিলেটে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দলও ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এর আগে প্রতিপক্ষ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

জিম্বাবুয়েকেও শক্তিশালী দল হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক। কোনো দলকে ছোট করে দেখতে নারাজ তিনি। মিরপুরে অনুশীলনের ফাঁকে নাজমুল হাসান শান্ত বলেন, ‘কোনো দলই ছোট নয়, আমি বারবারই বলছি। ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আশা করব, সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।’ 

অন্য দলগুলোর মতো জিম্বাবুয়ের বিপক্ষে চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি রাখতে হবে বলে মনে করেন শান্ত। এ নিয়ে শান্ত বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। এ সিরিজেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। ভিন্ন কোনো চিন্তা থাকবে না। একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে, সেটাই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি।’

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রতিপক্ষকে হারিয়ে টেস্টে উন্নতি করার কথাও জানিয়েছেন শান্ত। টেস্টে উন্নতির কথা জানিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘যদি গত বছরের টেস্ট ক্রিকেট দেখেন, আগের চেয়ে আমাদের উন্নতি হয়েছে। যতটুকু মনে পড়ে, ৪ (আসলে ৩টি) ম্যাচ জিতেছিলাম। এ বছর আরো ৬টা টেস্ট আছে, গত বছরের চেয়ে আমরা কিভাবে ভালো ফল করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। তাহলেই আমাদের টেস্ট ক্রিকেট এগিয়ে যাবে। ’ 

বিজ্ঞাপন

আরটিভি/ এস কে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |